Astha(আস্থা) Bangla Lyrics By Tahsin Ahmed। Astha Drama

Astha(আস্থা) Bangla Lyrics By Tahsin Ahmed। Astha Drama

Song : Astha

Vocal : Tahsin Ahmed

Lyrics : Sirajum Monir

Music : Tahsin Ahmed

Label: Cd Choice

Astha Bangla Lyrics 

কেমন করে হঠাৎ যেন

বদলে যাওয়া ভাবনা গুলো

ডাকছে আমায় তোমার কাছেই

সুখের খোঁজে এলোমেলো

কেমন করে হঠাৎ যেন

বদলে যাওয়া ভাবনা গুলো

ডাকছে আমায় তোমার কাছেই

সুখের খোঁজে এলোমেলো

ফিরেছি আবার প্রেমের নীড়ে

হারিয়ে স্মৃতির পথ সুদূরে

আস্থা আমার তোমার মাঝেই

লুকোনো আছে খুব নিবিড়ে

ফিরেছি আবার প্রেমের নীড়ে

হারিয়ে স্মৃতির পথ সুদূরে

আস্থা আমার তোমার মাঝেই

লুকোনো আছে খুব নিবিড়ে

ঝরাপাতায় সাজানো পথ

পেছনে ফেলে করেছি শপথ

আগলে রবো মায়ারও

ভালোবাসার নতুন সুরে 

ঝরাপাতায় সাজানো পথ

পেছনে ফেলে করেছি শপথ

আগলে রবো মায়ারও

ভালোবাসার নতুন সুরে

ফিরেছি আবার প্রেমের নীড়ে

হারিয়ে স্মৃতির পথ সুদূরে

আস্থা আমার তোমার মাঝেই

লুকোনো আছে খুব নিবিড়ে

ফিরেছি আবার প্রেমের নীড়ে

হারিয়ে স্মৃতির পথ সুদূরে

আস্থা আমার তোমার মাঝেই

লুকোনো আছে খুব নিবিড়ে

ঘুনে ধরা বিস্বাসের মাঝে

হারাবার মতো আর কি আছে ?

তবুও হায় প্রশ্নটা রয় বেঁচে

পাবো কি আমি তোমায় ফিরে?

ফিরেছি আবার প্রেমের নীড়ে

হারিয়ে স্মৃতির পথ সুদূরে

আস্থা আমার তোমার মাঝেই

লুকোনো আছে খুব নিবিড়ে 

ফিরেছি আবার প্রেমের নীড়ে

হারিয়ে স্মৃতির পথ সুদূরে

আস্থা আমার তোমার মাঝেই

লুকোনো আছে খুব নিবিড়ে 

কেমন করে হঠাৎ যেন

বদলে যাওয়া ভাবনা গুলো

ডাকছে আমায় তোমার কাছে

সুখের খোঁজে এলোমেলো

ফিরেছি আবার প্রেমের নীড়ে

হারিয়ে স্মৃতির পথ সুদূরে

আস্থা আমার তোমার মাঝেই

লুকোনো আছে খুব নিবিড়ে।।


Astha Bangla Lyrics
 

Kemon Kore Hothat Jeno

Bodle Jaowa Vabna gulo

Dakche Amay Tomar Kachei

Shukher Khoje Elomelo 

Firechi Abar Premer Nire

Hariye Smritir Poth Sudure

Astha Amar Tomar Majhei

Lukono Ache Khub Nibire 

Jhora-patay Sajano Poth

Pechone Fele Korechi Shopoth

Agley Robo Mayaro

Bhalobashar Notun Shure

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *