Aula Premer Baula Batash(আউলা প্রেমের বাউলা বাতাস) Bangla Lyrics By Gamcha Palash
Aula Premer Baula Batash(আউলা প্রেমের বাউলা বাতাস) Bangla Lyrics By Gamcha Palash
Song : Aula Premer Baula Batash
Vocal : Gamcha Palash & Pushpita Mitra
Lyrics : Sayed Rahman
Tune : Gamcha Palash
Label : Gamcha Palash
Aula Premer Baula Batash Bangla Lyrics
আউলা প্রেমের বাউলা বাতাস
লাগাই দিছো আমার গায়
সেই বাতাসের প্রেম ও ছোয়ায়
এখন আমি পাগল প্রায়
ধরো সখি হাতটা ধরো
আমায় তুমি তোমার করো
তুমি বিনে এই পরানে
নিঃশ্বাস বুঝি থমকে যায়
আউলা প্রেমের বাউলা বাতাস
লাগাই দিছো আমার গায়
সেই বাতাসের প্রেম ও ছোয়ায়
এখন আমি পাগল প্রায়
রুপ মাধুরি তোমার রুপে
হার মেনেছে চন্দ্রমালা
এই অধমের সাধ্যতো নাই
এক মুহুর্ত তোমায় ভোলার
রুপ মাধুরি তোমার রুপে
হার মেনেছে চন্দ্রমালা
এই অধমের সাধ্যতো নাই
এক মুহুর্ত তোমায় ভোলার
তুমি যদি বলো আমায়
জ্যোৎস্না লুটাই দেবো পায়
আউলা প্রেমের বাউলা বাতাস
লাগাই দিছো আমার গায়
আউলা প্রেমের বাউলা বাতাস
লাগাই দিছো আমার গায়
তোমার সফল দুই নয়নে
যাইযে বনে খুব গোপনে
আমার নয়ন তোমায় খোজে
জমিন থেকে ওই আসমানে
তোমার সফল দুই নয়নে
যাইযে বনে খুব গোপনে
আমার নয়ন তোমায় খোজে
জমিন থেকে ওই আসমানে
পরানের ও পরান তুমি
যানে ঈশ্বর খোদা হায়
পরানের ও পরান তুমি
যানে ঈশ্বর খোদা হায়
আউলা প্রেমের বাউলা বাতাস
লাগাই দিছো আমার গায়
সেই বাতাসের প্রেম ও ছোয়ায়
এখন আমি পাগল প্রায়
ধরো সখি হাতটা ধরো
আমায় তুমি তোমার করো
তুমি বিনে এই পরানে
নিঃশ্বাস বুঝি থমকে যায়
আউলা প্রেমের বাউলা বাতাস
লাগাই দিছো আমার গায়
সেই বাতাসের প্রেম ও ছোয়ায়
এখন আমি পাগল প্রায়
ধরো সখি হাতটা ধরো
আমায় তুমি তোমার করো
তুমি বিনে এই পরানে
নিঃশ্বাস বুঝি থমকে যায়।।
Aula Premer Baula Batash Bangla Lyrics
Aula Premer Baula Batash
Lagai dico amar gaye
Sei batser premo choyay
Ekhon ami pagol pray
Dhoro sokhi hat ta dhoro
Amay tumi tomar koro
Tumi bine ei porane
Nissah bujhi thomke jay