Avijog (অভিযোগ) Bangla Lyrics By Tanveer Evan & Benazir.
Avijog (অভিযোগ) Bangla Lyrics By Tanveer Evan & Benazir.
Song : Avijog
Drama : Best Friend
Singer : Tanveer Evan & Benazir
Tune : Piran Khan
Lyrics : Tanveer Evan
Music : Piran Khan
Label : Cd Choice
Avijog Lyrics in Bengali
আমার সকল অভিযোগে তুমি
তোমার মিষ্টি হাসিটা কি আমি?
আমার না বলা কথার ভাঁজে
তোমার গানের কত সুর ভাসে
তোমায় নিয়ে আমার লেখা গানে
অযথা কত স্বপ্ন বোনা আছে
আমার হাতের আঙুলের ভাঁজে
তোমাকে নিয়ে কত কাব্য রটে
ভুলিনি তো আমি তোমার মুখে হাসি
আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি
আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে
তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে
এই পৃথিবীতে
তোমার পথে পা মিলিয়ে চলা
তোমার হাতটি ধরে বসে থাকা
আমার আকাশে তোমার নামটি লেখা
সাদার আকাশে কালো-আবছা বোনা
ভুলিনি তো আমি তোমার মুখে হাসি
আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি
আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে
তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে
এই পৃথিবীতে
ভুলিনি তো আমি তোমার মুখে হাসি
আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি
আসি তোমার কাছে, হাতটা ধরে পাশে
আমায় নিয়ে চলো তোমার পৃথিবীতে