Baby Gorom Lage ( বেবি গরম লাগে) Bangla Song Lyrics By Hasan S Iqbal.

Baby Gorom Lage ( বেবি গরম লাগে) Bangla Song Lyrics By Hasan S Iqbal.

Baby Gorom Lage ( বেবি গরম লাগে) Bangla Song Lyrics By Hasan S Iqbal.

Song : Baby Gorom Lage

Vocal : Hasan S Iqbal

Music & Lyrics : Hasan S. Iqbal

Mix & Master : Tunegram Studios

Baby Gorom Lage Song Lyrics 

হঠাৎ ঢাকা তে, প্রথম দেখাতে 

বলে ফেলেছি হ্যালো হাই, 

চলো বাসাতে, এসির বাতাসে 

দুজনে করি পিলো ফাইট। 

বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই –

বেবির গরম লাগে, গরম লাগে 

গরম লাগে তাই, 

আমি অন্ধকারে জোরে জোরে 

বাতাস দিয়ে যাই। 

বেবির গরম লাগে, গরম লাগে 

গরম লাগে তাই, 

আমি অন্ধকারে জোরে জোরে 

বাতাস দিয়ে যাই।। 

বাসায় বলে দাও 

চার্জ তোমার ফোনে নাই,

বাসায় বলে দাও 

চার্জ তোমার ফোনে নাই,

আসতে হবে লেট 

এক্সট্রা ক্লাসেজ আছে তাই। 

কাছে এসে বেবি বলে আজ থেকে যাই –

বেবির গরম লাগে, গরম লাগে 

গরম লাগে তাই, 

আমি অন্ধকারে জোরে জোরে 

বাতাস দিয়ে যাই। 

বেবির গরম লাগে, গরম লাগে 

গরম লাগে তাই, 

আমি অন্ধকারে জোরে জোরে 

বাতাস দিয়ে যাই।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *