Bahu Manaratha ( বহু মনোরথে) Bangla Lyrics By Subhamita Banerjee.

 Bahu Manaratha ( বহু মনোরথে) Bangla Lyrics By Subhamita Banerjee.

Bahu Manaratha ( বহু মনোরথে) Bangla Lyrics By Subhamita Banerjee.

Song : Bahu Manaratha

Singer : Subhamita Banerjee

Film: Memories in March

Director: Sanjoy Nag

Music: Debojyoti Mishra

Bahu Manaratha Lyrics in Bengali 

বহু মনোরথে সাজু অভিসারে

পেহলু সুনীল বেশ

কাজর নয়নে সলাজ বয়ানে

কুসুমে সজানু কেশ

সখি হম মোহন অভিসারে জাউঁ

বোলো হম এতক সুখ কহাঁ পাউঁ?

যমুনার পার গহন অঁধার

ঘনমে পবন মাঝে

পিয়া সেথা মোর বেদনা

কাতর মোহে লাগি বৈঠে আছে

সখি হম মোহন অভিসারে জাউঁ

বোলো হম এতক সুখ কহাঁ পাউঁ?

সখি চির অভাগিনী হম

বৈঠে একাকিনী পোহানু

রজনী তবু না আইল শ্যাম

সখি চির অভাগিনী হম

কৃষ্ণ-কাজল পিঘল

সজল নয়নের নীর ধারে

এ কঠিন পথ বৃথা

মনোরথ বিফল অভিসারে

সখি হম কবহুঁ ন অভিসারে জাউঁ

দুখ লাজ এতক সহ নাহি পাউঁ

বৃথা মনোরথে সাজো অভিসারে

পহলু সুনীল বেশ

কাজর নয়ানে সগাজ বয়ানে

কুসুমে সাজানু কেশ

ফির আজু মোহন অভিসারে জাউঁ

সখি বোল এতক দুখ কহাঁ পাউঁ

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *