Bangla Amar Sorshe Ilish (বাংলা আমার সর্ষে ইলিশ) Bengali Lyrics By Lopamudra Mitra.
Song Name : Bangla Amar Sorshe Ilish
Singer : Lopamudra Mitra
Tune & Music : Giyasuddin
Music Label : Saregama India Ltd
Release On : 2019-03-22
Bangla Amar Sorshe Ilish Lyrics in Bengali
বাংলা আমার সর্ষে ইলিশ
চিংড়ি কচি লাউ
বাংলা পারশে মাছকে ধুয়ে
জিরের বাটায় দাও
বাংলা ভুলি কি করে
বাংলা বুকের ভিতরে
বাংলা কাতলা মাছের মুরোয়
মুগের ভাজা ডাল
বাংলা পাবদা মাছ চেরা
কাঁচা লঙ্কার ঝাল
কেও এলে আর দু মুঠো চাল
দাও হাঁড়িতে দাও
বাংলা ভুলি কি করে
বাংলা বুকের ভিতরে
শীতের ভোরের বেওরা পুকুর
টুসু গানের সারি
নতুন চালের ভাঁপা পিঠে
চাকলি আহামরি
সরু চাকলি আহামরি
বাংলা ঈদের লাড্ডু বানাই
আবছা ভোরে ওঠা
বাংলা কিশোর ভাইএর মাথায়
ছোট্ট বোনের ফোঁটা
বাংলা বলার সমস্ত মুখ
নাও গো সাথে নাও
বাংলা ভুলি কি করে
বাংলা বুকের ভিতরে।।