Bangla short sad love stories 2022 in Bangla Koster Golpo – মনের কথা – Moner Kotha
Bangla short sad love stories 2022 in Bangla Koster Golpo – মনের কথা – Moner Kotha
মনের কথা ১
তুমি নেই, জানি তুমি ফিরে আসবেনা কখনো,
হইতো অনেক কষ্টের মাঝে পাবোনা তোমার
সান্তনা, তোমার হাসিতে লুকানো থাকবেনা_
খুব গোপনে লালন করা আমার কষ্ট গুলো,
তবু আমি জানি,আমি তোমাকে ভালোবেসে
যাব ,কারন তুমি না থাকলেও তোমার ভালবাসা
আমার সাথে থাকবে প্রতিটি মুহূর্ত, প্রতিতি সময়
মনের কথা ২
জীবনে কাউকে পাওয়াটা
বড় কথা না। আপনি যাকে
পেয়েছেন তাকে জীবনের শেষ
পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা…
মনের কথা ৩
সারাটা দিন যেভাবে সেভাবে কেটে যায় …
শত কষ্টের পরও তোমাকে ভুলিয়ে রাখি
নিজের মাঝে! কিন্তু জানো ??… যখনি
দিন শেষে বালিশে মাথাটা লাগিয়ে চোখ
দুটো বন্ধ করি ,আমি জানিনা ঠিক তখনই
কোত্থেকে সেই কয়েক মুহুর্তে যেনো তুমি
কিভাবে চলে আসো ! আমি আসলেই বুঝিনা
আর এক মুহুর্ত ও পারিনা তোমাকে ছাড়া
থাকতে এক নিমিষেই মনে হয় ছুটে যাই
তোমার কাছে …
মনের কথা ৪
চোঁখের যত জল,মনের ব্যাথা ভয়
তুমি দাও আজ করে উজার আমি
নেবো আপন করে”’ যেন সেই সবই
ছিল আমার যত দিন আছি আমি
খুজবো তোমায়”’ দেখবো এর শেষ
কোথায় যত আমি পাশাপাশি
সীমানা দুরে দেখা যায়”’
মনের কথা ৫
হয়তো আমি ভেবে ছিলাম তুমি আমার হবে, তাই
তোমাকে ভালোবেসে ছিলাম । সেটাই আমার জীবনে সবচেয়ে বড়
ভুল ছিলো । কিন্তু , তোমাকে ভালো না বাসলে, আমি ভালোবাসার
কষ্ট টাই অনুভব করতে পারতাম না । তবুও তোমার জীবনকে অভিশাপ্ত
করবো না, কারন, আমি আজ ও তোমায় ভালোবাসি, আমার সব টুকু সুখ
কেঁড়ে নিয়েছো, কিন্তু , আমার মনে লুকানো ভালোবাসা গুলো তুমি নিতে পারো নি ।
এটাই যে আমার বেঁচে থাকার সম্ভল ।
মনের কথা ৬
আমি হয়তো দেখতে কালো,
তবুও তোমায় বেসেছি ভালো ।
তুমি হয়তো অনেক ধনী,
যা আমি হতে পারবোনা কোনো দিনৈ ।
তবুও যদি আমায় বাসো ভালো ,
আধারে থেকেও তোমায়
দিবো সুখের আলো
মনের কথা ৭
সময় তো চলে যায় ,
কতো হাসি বেদনায় …
জীবন চলে যায় ,
দুঃখ জ্বালা যন্ত্রনায় …
স্বপ্ন আসে চুপি চুপি ,
কল্পনায় ভেসে যায় …
বসে থাকি নিরবে ,
শুধু তোমার’ই অপেক্ষায় !
মনের কথা ৮
যখন কেউ কাঁদে,
সেটা হলোঃ আবেগ ।
যখন কেউ কাঁদায়,
সেটা হলোঃ প্রতারণা ।
আর যখন কেউ অন্য কে কাঁদিয়ে নিজেও
কেঁদে ফেলে,
সেটা হলোঃ ভালোবাসা।
মনের কথা ৯
তুমি নেই বলে,
রাত আসে চাঁদ হাসে না।
তুমি নেই বলে,
ফুল ফোটে ভ্রোমর আসেনা।
তুমি নেই বলে,
ভোর হয় পাখি ডাকে না।
তুমি নেই বলে,
একা একা কিছু ভালো লাগে না |
মনের কথা ১০
মিথ্যা ভালোবাসা
মাটির পুতুলের মত,
অল্প আঘাতে ভেঙে যায় ।
কিন্তু খাঁটি ভালোবাসা
হল পানির মত, যা
শত শত আঘাতের
পরও আবার মিলে যায়।
মনের কথা ১১
আমি তোমাকে সারা
জীবন একা একাই
ভালবেসে যাব,,
আমি কখনো তোমার
কাছ থেকে ভালবাসা,,
চাইব না..কারণ আমার
ভয় হয় যদি তুমি
আমায় স্বার্থপর ভাবো
মনের কথা ১২
হয়তো সেই ভাবে ভালোবাসা প্রকাশ
করতে পারবো না,
তবে এতো টুকু বলতে পারিঃ
আমার মতো করে কেউ
তোমাকে এতো বেশি ভালোবাসতে পারবে না,
এতো বেশি মিস করবে না ।
মনের কথা ১৩
একটি সম্পর্কের মাঝে থাকে
মিষ্টি যুদ্ধ, থাকে বিশ্বাস, থাকে স্বপ্ন, থাকে কান্না, থাকে অভিমান,
থাকে মিষ্টি হাসি, থাকে যত্ন, থাকে খুনসুঁটি, থাকে ছোটোখাটো ঝগড়া,
থাকে ধৈর্য্য, থাকে যোগাযোগ, থাকে না বলেও বঝে নেয়া অনেক
অনুভূতি, থাকে ঈর্ষা, আর সবচাইতে প্রয়োজন যা থাকে তা-সেটা হলো ভালোবাসা।
মনের কথা ১৪
জীবনে যদি কাওকে সত্যিইমন থেকে ভালবাসো,
তাহলে তাকেহারিয়ে যেতে দিওনা।কারণ
চোখের জল হয়তো মুছতে পারবে,কিন্তু হৃদয়ের
কান্নারজল কোনোভাবেই মুছতে পারবেনা।
মনের কথা ১৫
মাঝে মাঝে মনের মানুষটাকে খুব বেশি আপন করে
কাছে পেতে ইচ্ছে করে । ইচ্ছে করে মন খুলে বলি তাকে
মনের গহিনে লুকিয়ে রাখা প্রতিটা অনুভূতি, ভালবাসার
মিষ্টি মধুর প্রলাপ যে কথাগুলো তাকে বলার জন্য সাজিয়ে
রেখেছি বুকের ভেতর অনেক যত্ন করে । যে অনুভূতি গুলো
আমার স্বপ্ন দিয়ে রচনা করেছি শুধুই তার জন্য |
মনের কথা ১৬
জানি কেউ আমাকে আমার মতো করে ভাবে না ,,
তাই নিজেকে আড়াল করে রাখি ..কেননা আমি
কারো কষ্টের কারণ হয়ে চাই না ..কষ্ট পেতে ভালবাসি
কষ্ট দিতে নয়
মনের কথা ১৭
যাকে তুমি পাবে না, তাকে নিয়ে ভেব না,
সে শুধু দিয়ে যাবে,দুঃখ,কষ্ট আর বেদনা |
কারন, ভালবাসা বড়ইস্বার্থপর আর ভাল না বাসাই উত্তম
কেননা ভালবাসার পূর্ন্য সংজ্ঞা কেউ জানে না……
মনের কথা ১৮
জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলেনা।
কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায়না।
আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউ কে বলা যায় না.
মনের কথা ১৯
ভালবাসা শুরু হয় কিন্তূ শেষ হয় না,
হয়ত এক সময় ভালবাসার মানুষ
টা হারিয়ে যায়… কিন্তূ তার ভালবাসা কখনো হারায় না…
মনের ঘরে রয়ে যায় আজীবন….
মনের কথা ২০
হতাম যদি ভালবাসার কারিগর,
রাখতাম না এই পৃথিবীতে কোন স্বার্থপর …
ভালবাসতাম শুধু ভালবাসাকে, ধ্বংস করতাম
ভালবাসা নামে ছলনাকারী সেই সব অপরাধিকে।