Baper Boro Pola(বাপের বড় পোলা) Bangla Lyrics By Belal Khan & Momotaz
Song : Baper Boro Pola
Vocal : Belal Khan & Momotaz
Lyrics : Shomeshwar Oli
Music : Tuhin Al Amin
Label : Belal Khan
Baper Boro Pola Bangla Lyrics
ও সে বাপের বড় পোলা
চোখ দুইটা ঘোলা ঘোলা
গলির চিপায় খিস্তি ঝাড়ে
জামার বোতাম রাখে খোলা
আব্বে বাপের বড় পোলা
চোখ দুইটা ঘোলা ঘোলা
গলির চিপায় খিস্তি ঝাড়ে
জামার বোতাম রাখে খোলা
বয়স হইবো বাইশ
আমির খানের সাইজ
আমার চোখে তারে
লাগে ভেরি নাইস
ভাবখানা দেখে তার
মন কয় বারে বার
আশি টাকা তোলা
আব্বে বাপের বড় পোলা
আমার চোখ দুইটা ঘোলা ঘোলা
গলির চিপায় খিস্তি ঝাড়ি
জামার বোতাম রাখি খোলা
জানে তো মহল্লার হগলে
বাপের বড় পোলা চায় তোরে বগলে
তুই মোর জানে জিগার
তুই জানেমান
সাহারা মরুতে তুই ফুলের বাগান
মাগার তুই মাইয়াটা চালু চিজ
তুই দেশী কিনা চাইনিজ
যতই হবি তুই ফাস্ট বেশি
তোকে আমি বানাবো
ঠিকই দেশী
কি যেন কি কহিবার চাইয়া
চেয়ে থাকে টাস্কি খাইয়া
কি যেন কি কহিবার চাইয়া
চেয়ে থাকে টাস্কি খাইয়া
মনে লয় কাছে যাইয়া
মনে লয় কাছে যাইয়া
দি একটা কান মলা
আব্বে বাপের বড় পোলা
আমার চোখ দুইটা ঘোলা ঘোলা
গলির চিপায় খিস্তি ঝাড়ি
জামার বোতাম রাখি খোলা
মুখোমুখি হইবার চায়না
সাহসে হয়তো কুলায় না
মুখোমুখি হইবার চায়না
সাহসে হয়তো কুলায় না
কি যে তার মনের বায়না
কি যে তার মনের বায়না
তাই সে মন কয়না
আব্বে বাপের বড় পোলা
আমার চোখ দুইটা ঘোলা ঘোলা
গলির চিপায় খিস্তি ঝাড়ি
জামার বোতাম রাখি খোলা
ও সে বাপের বড় পোলা
আব্বে বাপের বড় পোলা
ও সে বাপের বড় পোলা
আব্বে বাপের বড় পোলা।।
Baper Boro Pola Bangla Lyrics
O se baper boro pola
Chokh duita ghola ghola
Golir chipay khisty jhare
Jamar botam rakhe khola
Boyos hoibo baish
Amir khaner size
Amar chokhe tare
Lage very nice
Vhab khana dekhe tar
Mon koy bare bar
Ashi taka tola