Baro Jon Re Diya Mon(বারো জনরে দিয়া মন) Bangla Lyrics By Joy Islam
Baro Jon Re Diya Mon(বারো জনরে দিয়া মন) Bangla Lyrics By Joy Islam
Song : Baro Jon Re Diya Mon
Vocal : Joy Islam
Lyrics : Joy Islam
Baro Jon Re Diya Mon Bangla Lyrics
ফর্সা সাদা মাইয়া তুমি
মনটা বেজায় কালো,
জনে জনে মনটা বিলাও
কারে বাসো ভালো,
ফর্সা সাদা মাইয়া তুমি
মনটা বেজায় কালো,
জনে জনে মনটা বিলাও
কারে বাসো ভালো,
বারো জনরে দিয়া মন
করবা কারে আপন জন
বারো জনরে দিয়া মন
করবা কারে আপন জন
একটা মন লইয়া হায়রে
হচ্ছে টানাটানি,
ভাবের চেয়ে ভংগী বেশি
মাইয়া তোমার জানি
রান্নাঘরই শেষ ঠিকানা
চির সত্ত বানী,
মাইয়া তোমার মনটা যেন
লোকাল বাসের মত,
হুরাহুরি ঠেলাঠেলি আছে অবিরত
মাইয়া তোমার মনটা যেন
লোকাল বাসের মত,
হুরাহুরি ঠেলাঠেলি আছে অবিরত,
মনটা যতই থাকুক বুকিং
চোখটা ভরবে না,
যায়গায় যায়গায় ব্রেক মারিতে
তুমি ছারবে না,
বারো জনরে দিয়া মন
করবা কারে আপন জন
বারো জনরে দিয়া মন
করবা কারে আপন জন
একটা মন লইয়া হায়রে
হচ্ছে টানাটানি,
ভাবের চেয়ে ভংগী বেশি
মাইয়া তোমার জানি
রান্নাঘরই শেষ ঠিকানা
চির সত্ত বানী,
মাইয়া তোমার প্রেমের চাইতে
টাকার মুল্য বেশি
টাকাওলা সুজন পাইলে
পরাও প্রেমের রশি,
মাইয়া তোমার প্রেমের চাইতে
টাকার মুল্য বেশি
টাকাওলা সুজন পাইলে
পরাও প্রেমের রশি,
কচি বুরা সাস্থ্য সুরত
দেখার টাইম নাই
বুরা মরলে জমি জিরাত
সবই তোমার চাই,
বারো জনরে দিয়া মন
করবা কারে আপন জন
বারো জনরে দিয়া মন
করবা কারে আপন জন
একটা মন লইয়া হায়রে
হচ্ছে টানাটানি,
ভাবের চেয়ে ভংগী বেশি
মাইয়া তোমার জানি
রান্নাঘরই শেষ ঠিকানা
চির সত্ত বানী,
ভাবের চেয়ে ভংগী বেশি
মাইয়া তোমার জানি
রান্নাঘরই শেষ ঠিকানা
চির সত্ত বানী,
ফর্সা সাদা মাইয়া তুমি
মনটা বেজায় কালো,
জনে জনে মনটা বিলাও
কারে বাসো ভালো,
ফর্সা সাদা মাইয়া তুমি
মনটা বেজায় কালো,
জনে জনে মনটা বিলাও
কারে বাসো ভালো,
বারো জনরে দিয়া মন
করবা কারে আপন জন
বারো জনরে দিয়া মন
করবা কারে আপন জন
একটা মন লইয়া হায়রে
হচ্ছে টানাটানি,
ভাবের চেয়ে ভংগী বেশি
মাইয়া তোমার জানি
রান্নাঘরই শেষ ঠিকানা
চির সত্ত বানী,
ভাবের চেয়ে ভংগী বেশি
মাইয়া তোমার জানি
রান্নাঘরই শেষ ঠিকানা
চির সত্ত বানী,