Baro Mashe Tero Phool Phote (বারো মাসে তেরো ফুল ফোটে) Bangla Lyrics By Atif Ankita Gupta.
Baro Mashe Tero Phool Phote (বারো মাসে তেরো ফুল ফোটে) Bangla Lyrics By Atif Ankita Gupta.
Song Name : Baro Mashe Tero Phool Phote
Singer : Ankita Gupta
Tune & Music : Dr.Tapan Roy
Lyricist : Traditional
Music Label : SVF Devotional
Release On : 2022-12-13
Baro Mashe Tero Phool Phote Lyrics in Bengali
বারো মাসে তেরো ফুল ফোটে
বারো মাসে তেরো ফুল ফোটে
বছরে ফোটে হোলা সই
বছরে ফোটে হোলা সই
না যাইও যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে
যে ঘাটে ভরিবো আরো জল
যে ঘাটে ভরিবো আরো জল
আরে সেই ঘাটে কানাইয়া সই
আরে সেই ঘাটে কানাইয়া সই
না যাইও যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে
নন্দের ব্যাটা চিকন আরো কালা
নন্দের ব্যাটা চিকন আরো কালা
কালা দিলেক বিষম জ্বালা সই
কালা দিলেক বিষম জ্বালা সই
না যাইও যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে
কদম গাছে হেলানিরে দিয়া
কদম গাছে হেলানিরে দিয়া
কালা বাজায় মোহন বাঁশি সই
কালা বাজায় মোহন বাঁশি সই
না যাইও যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে
বারো মাসে তেরো ফুল ফোটে
বারো মাসে তেরো ফুল ফোটে
বছরে ফোটে হোলা সই
বছরে ফোটে হোলা সই
না যাইও যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে
ও তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সই রে ওই না যমুনার জলে