Basibo Valo Shudhu Tomare Bangla Lyrics By Imran Mahmudul & Kona.

Basibo Valo Shudhu Tomare Bangla Lyrics By Imran Mahmudul & Kona.

Basibo Valo Shudhu Tomare Bangla Lyrics By Imran Mahmudul & Kona.

Song : Basibo Valo Shudhu Tomare

Drama : Ural Pakhi

Singer : Imran Mahmudul & Kona

Lyrics : Ahmed Risvy

Tune : Najir Mahamud

Music : Sojib 

Director : Jakaria Showkhin

Producer : Tanvir Mahmood Apu

Label : Sultan Entertainment

Basibo Valo Shudhu Tomare Song Lyrics 

সখি তোমারে বাঁধিব, তোমারই থাকিব 

বাসিব ভালো শুধু তোমারে,

সখি তোমারে বাঁধিব, তোমারই থাকিব 

বাসিব ভালো শুধু তোমারে,

সখি তোমারে রাখিব খুব আদরে 

হো.. সখি তোমারে রাখিব খুব আদরে। 

সখি তোমারে বাঁধিব, তোমারই থাকিব 

বাসিব ভালো শুধু তোমারে।। 

কি জাদু করেছো, কি মায়া করেছো 

পারিনা তোমারে ভুলিতে,

চোখেরই কাজলে, সুখেরই আঁচলে 

রয়েছো মিশে তুমি প্রাণেতে। 

জনমে জনমে তোমারে গো চাই 

মরণেও পাই যেন ওপারে ..

সখি তোমারে বাঁধিবো, তোমারই থাকিবো

বাসিবো ভালো শুধু তোমারে।। 

ডুবিলে ডুবিবো, ভাসিলে ভাসিবো 

তোমারই দু হাত ধরিয়া,

মরিলে মরিবো, বাঁচিলে বাঁচিবো 

কখনো যাবো না ছাড়িয়া। 

জনমে জনমে তোমারে গো চাই 

মরণেও পাই যেন ওপারে ..

সখা তোমারে বাঁধিব, তোমারই থাকিব 

বাসিব ভালো শুধু তোমারে,

সখি তোমারে বাঁধিব, তোমারই থাকিব 

বাসিব ভালো শুধু তোমারে,

বাসিব ভালো শুধু তোমারে,

বাসিব ভালো শুধু তোমারে।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *