Bebodhan(ব্যবধান) Bangla Lyrics By Samz Vai
Bebodhan(ব্যবধান) Bangla Lyrics By Samz Vai
Song : Bebodhan
Vocal : Samz Vai
Lyrics : Mohammad Ali
Tune : Rohan Raj
Label : Sadness Gallery
Dhd
Bebodhan Bangla Lyrics
আমার প্রানে ছিলিরে তুই
বেচে থাকার দম
ভুলে আমায় যাবি নারে
তোর ছিল কসম,
আমার প্রানে ছিলিরে তুই
বেচে থাকার দম
ভুলে আমায় যাবি নারে
তোর ছিল কসম
তবে কেন তোর আমার
আজ এতো ব্যবধান
একি পথে আর হয়না চলা
হয়না অভিমান
দিনে দিনে বাড়ছে মনের
দুরত্য
তোর আর আমার
তুই আর আমি এই পৃথিবীর
যেন এপার আর ওপার
দিনে দিনে বাড়ছে মনের
দুরত্য
তোর আর আমার
তুই আর আমি এই পৃথিবীর
যেন এপার আর ওপার
নদীর মত বুকটা আমার
ভাংছে ব্যাথায় রোজ
তিলে তিলে হচ্ছিরে শেষ
রাখিস নারে খোঁজ
নদীর মত বুকটা আমার
ভাংছে ব্যাথায় রোজ
তিলে তিলে হচ্ছিরে শেষ
রাখিস নারে খোঁজ
দিনে দিনে বাড়ছে মনের
দুরত্য
তোর আর আমার
তুই আর আমি এই পৃথিবীর
যেন এপার আর ওপার
দিনে দিনে বাড়ছে মনের
দুরত্য
তোর আর আমার
তুই আর আমি এই পৃথিবীর
যেন এপার আর ওপার
আজও রে তুই সৃতির চিতায়
জলছিস নিশি দিন
তোকে ছাড়া বাচতে হবে
ভাবিনি কোনো দিন
আজও রে তুই সৃতির চিতায়
জলছিস নিশি দিন
তোকে ছাড়া বাচতে হবে
ভাবিনি কোনো দিন
দিনে দিনে বাড়ছে মনের
দুরত্য
তোর আর আমার
তুই আর আমি এই পৃথিবীর
যেন এপার আর ওপার
দিনে দিনে বাড়ছে মনের
দুরত্য
তোর আর আমার
তুই আর আমি এই পৃথিবীর
যেন এপার আর ওপার।।
Bebodhan Bangla Lyrics
Amar prane chili re tui
Beche thakar dom
Vule amay jabi nare
Tor chilo kosom
Tobe keno tor amar
Aj eto bebodhan
Eki pothe ar hoyna cola
Hoyna oviman
Dine dine barche moner
Durotto
Tor ar amar