Beche Thakar Gaan (বেঁচে থাকার গান) Bangla Lyrics By Rupam Islam.

 Beche Thakar Gaan (বেঁচে থাকার গান) Bangla Lyrics By Rupam Islam.

Beche Thakar Gaan (বেঁচে থাকার গান) Bangla Lyrics By Rupam Islam.

Song – Beche Thakar Gaan

Singer – Rupam Islam

Movie – Autograph

Beche Thakar Gaan Lyrics in Bengali 

যদি কেড়ে নিতে বলে

কবিতা ঠাসা খাতা

জেনো কেড়ে নিতে দেবোনা

যদি ছেড়ে যেতে বলে

শহুরে কথকতা

জেনো আমি ছাড়তে দেবোনা

আর আমি আমি জানি জানি

চোরাবালি কতখানি গিলেছে

আমাদের রোজ

আর আমি আমি জানি

প্রতি রাতে হয়রানি

হারানো শব্দের খোঁজ

আর এভাবেই নরম বালিশে

তোমার ওই চোখের নালিশে

বেঁচে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান

আর এভাবেই মুখের চাদরে

পরিচিত হাতের আদরে

বেঁচে থাক রাতে পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

যদি নিমেষে হারালে

জীবনে পরিপাটি

তবু হেরে যেতে দেবোনা

যদি বেচে দিতে বলে

শিকড়ে বাধা মাটি

জেনো আমি বেচতে দেবোনা

আর আমি আমি জানি জানি

চোরাবালি কতখানি গিলেছে

আমাদের রোজ

আর আমি আমি জানি

প্রতি রাতে হয়রানি

হারানো শব্দের খোঁজ

আর এভাবেই নরম বালিশে

তোমার ওই চোখের নালিশে

বেঁচে থাক রাত পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান

আর এভাবেই মুখের চাদরে

পরিচিত হাতের আদরে

বেঁচে থাক রাতে পরীদের স্নান

ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান

আমি আমি জানি জানি

আমি আমি জানি জানি

আমি আমি জানি জানি

আমি আমি জানি জানি

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *