Behaya Chad (বেহায়া চাঁদ) Bangla Lyrics By Akash Mahmud.
Song : Behaya Chad
Vocal : Akash Mahmud
Lyrics : Syeda Nasrin
Label : Syeda Nasrin Music
Behaya Chad Bangla Lyrics
পুর্নিমারই রাতে
হাত রেখে হাতে
পুর্নিমারই রাতে
হাত রেখে হাতে
পুর্নিমারই রাতে
হাত রেখে হাতে
কতো কথা কইছে লোকে
এই জগতে
কতো কথা কইছে লোকে
এই জগতে
বেহায়া চাঁদ তুই
এতো লোকের কতো কথা
কেমনে পারলি সইতে
বেহায়া চাঁদ তুই
এতো লোকের কতো কথা
কেমনে পারলি সইতে
জ্যোৎস্না রাইতে আলো দিয়া
চোখের মাঝে প্রেম জাগাইয়া
দূরে থাইকা বুইঝা নিলি
কার ভেতরে কেমন হিয়া
জ্যোৎস্না রাইতে আলো দিয়া
চোখের মাঝে প্রেম জাগাইয়া
দূরে থাইকা বুইঝা নিলি
কার ভেতরে কেমন হিয়া
লজ্জা যার নাইরে
জন্ম থেকে হায়রে
লজ্জা যার নাইরে
জন্ম থেকে হায়রে
নয়তে তার না হইলে
নব্বই তে কি হয়রে
নয়তে তার না হইলে
নব্বই তে কি হয়রে
বেহায়া চাঁদ তুই
এতো লোকের কতো কথা
কেমনে পারলি সইতে
বেহায়া চাঁদ তুই
এতো লোকের কতো কথা
কেমনে পারলি সইতে
সুর্যটারে আলো দিয়া
দিনের বেলায় লও ঘুমাইয়া
রাতের বেলা সাক্ষি হইলি
পিরিত আর কতো বিয়ার
সুর্যটারে আলো দিয়া
দিনের বেলায় লও ঘুমাইয়া
রাতের বেলা সাক্ষি হইলি
পিরিত আর কতো বিয়ার
ভেবেছিস কি হায়রে
কেউ বোঝে নাই রে
ভেবেছিস কি হায়রে
কেউ বোঝে নাই রে
সভাব কি কখনো আর
জল ঢেলে যায় রে
সভাব কি কখনো আর
জল ঢেলে যায় রে
পুর্নিমারই রাতে
হাত রেখে হাতে
পুর্নিমারই রাতে
হাত রেখে হাতে
কতো কথা কইছে লোকে
এই জগতে
কতো কথা কইছে লোকে
এই জগতে
বেহায়া চাঁদ তুই
এতো লোকের কতো কথা
কেমনে পারলি সইতে
বেহায়া চাঁদ তুই
এতো লোকের কতো কথা
কেমনে পারলি সইতে।।
Behaya Chad Bangla Lyrics
Purnimari rate
Hat rekhe hate
Purnimari rate
Hat rekhe hate
Koto kotha koiche loke
Ei jogote
Koto kotha koiche loke
Ei jogote
Behaya chad tui
Eto loker koto kotha
Kemne parli soite.