Behaya Mon (বেহায়া মন) Bangla Lyrics By Salma

Behaya Mon (বেহায়া মন) Bangla Lyrics By Salma 

Song : Behaya Mon

Vocal : Salma

Lyrics : Shamsel Haque Chisty 

Tune : Shamsel Haque Chisty 

Label : Eagle Music 

 

Behaya Mon Bangla Lyrics 

বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া

আজ আমার ঘটিল জঞ্জাল 

বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া

আজ আমার ঘটিল জঞ্জাল 

ও তোরে ভালোবাসি বলে,

লোকে কয় চণ্ডাল

আমি তোরে ভালোবাসি বলে,

লোকে কয় চণ্ডাল

কাটা ঘায়ে নুন ছিটায়া,

কাটা ঘায়ে নুন ছিটায়া

খুচাইয়া তুলতেছো ছাল ,

আজ আমার ঘটিল জঞ্জাল।

বেহাইয়া মনটা লইয়া,

তোমারে ভালোবাসিয়া

আইজ আমার ঘটিল জঞ্জাল।

ও তুই যতই ব্যেথা দিয়েছিস নিঠুর,

ব্যথার পরিবর্তে সেথা লেগেছে মধুর,

ওরে লেগেছে মধুর।

যেমন প্রভুর দ্বার ছাড়েনা কুকুর,

যেমন প্রভুর দ্বার ছাড়েনা কুকুর

যতই করুক বেত্রাঘাত

তোর লাইগা রে,

তোর লাইগা বেহায়া মনটা

করে রে উৎপাত।

আমি শোনো বলি প্রাণনাথ ,

তোর লাইগা বেহায়া মনটা

করে রে উৎপাত।

ও তুই প্রেম সাগরে ভাসাইয়া তরী,

মাঝসাগরে প্রেমের নাওটা ডুবাইয়া দিলি,

ওরে ডুবাইয়া দিলি।

ও তুই কোন বা দোষে কোন কারণে

ও তুই কোন বা দোষে কোন কারণে

ছাইড়া দিলি আমার সাথ।

তোর লাইগা রে,

তোর লাইগা বেহায়া মনটা

করে রে উৎপাত।

বেহায়া মনটা লইয়া,

তোমারে ভালোবাসিয়া

আইজ আমার ঘটিল জঞ্জাল।

আমি তোরে ভালোবাসি বলে

লোকে কয় চণ্ডাল,

আমি তোরে ভালোবাসি বলে

লোকে কয় চণ্ডাল

কাটা গায়ে নুন ছিটায়া,

কাটা গায়ে নুন ছিটায়া

খুঁচাইয়া তুলতেছো ছাল ,

আইজ আমার ঘটিল জঞ্জাল।।

Behaya Mon Bangla Lyrics 

Behaya monta loiya tomare valobasiya

Aj amar ghotilo jonjal

Behaya monta loiya tomare valobasiya

Aj amar ghotilo jonjal

O tore valobashi bole

Loke koy condal

Ami tore valobashi bole

Loke koy condal

Kata ghaye nun chitaiya

Kata ghaye nun chitaiya

Khocaiya tultecho chal

Aj amar ghotilo jonjal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *