Beiman Maiya 3 (বেইমান মাইয়া ৩) Bangla Lyrics By Gogon Sakib.
Song : Beiman Maiya 3
Vocal : Gogon Sakib
Lyrics : K Nayem & Gogon Sakib
Music : Jami Ul Hasan
Label : Samsul Official
Beiman Maiya 3 Bangla Lyrics
দিন ঠিকই চলে যায়
নিয়ম করে
হারানো মানুষ টা
আসে না ফিরে
দিন ঠিকই চলে যায়
নিয়ম করে
হারানো মানুষ টা
আসে না ফিরে
দুখের সময় পাশে
রইলো না কেউ
যার লাগি চোখে জল
বুঝলো না সেও
ছলনাময়ী ওরে বেইমান রে
ঘুমিয়ে আছিস আজ
কার বাসরে
ছলনাময়ী ওরে বেইমান রে
ঘুমিয়ে আছিস আজ
কার বাসরে
ছলনাময়ী ওরে বেইমান রে
ঘুমিয়ে আছিস আজ
কার বাসরে
দুটি দেহে ছিলো
একটি প্রাণ
দুটি মুখে ছিলো
একি সুর গান
দুটি দেহে ছিলো
একটি প্রাণ
দুটি মুখে ছিলো
একি সুর গান
হটাৎ করে এলো
ছলনার ঝড়
সে ভুলে গেলো
দেয়া কথা হয়ে গেলো পর
ছলনাময়ী ওরে বেইমান রে
ঘুমিয়ে আছিস আজ
কার বাসরে
ছলনাময়ী ওরে বেইমান রে
ঘুমিয়ে আছিস আজ
কার বাসরে
ছলনাময়ী ওরে বেইমান রে
ঘুমিয়ে আছিস আজ
কার বাসরে।।
Beiman Maiya 3 Bangla Lyrics
Din thiki cole jay
Niyom kore
Harano manus ta
Ase na fire
Dukher somoy pashe
Roilo na keu
Jar lagi chokhe jol
Bujlo na seo.