Bemanan (বেমানান) Bangla Lyrics By Avraal Sahir & Monica.
Bemanan (বেমানান) Bangla Lyrics By Avraal Sahir & Monica.
Song : Bemanan
Singer : Avraal Sahir & Monica
Lyrics & Tune : Avraal Sahir
Cast : Afran NIsho & Mehazabien
Bemanan Bangla Lyrics
তুমি আমি, আমি তুমি দু এর মাঝামাঝি কেনো আজ এত বাঁধা,
মানতে নয় তা রাজি!!
হয়েছিলো শুরু যেভাবে,
তার শেষটা “বেমানান “
দূরত্ব যেনো ছুঁয়ে গেছে
আকাশ মাটি সমান!!
হারিয়ে গেলে, এই ভুল শহরে!!
এলোমেলো পথের ভিড়ে!!
যে পথের দেখা আজও মেলেনা,
আমার চাহনির মাঝে খুঁজেছি
তোমায় আমি, করেছি পাগলামি!!
নির্ঘুম রাত কেটেছে তোমায় ভেবে
ছিলে আমার শেষ সম্বল,
জমে থাকার চোখে জল!!
কেঁদো না বলে মুছে, কেঁদে দে!!
হয়েছিলো শুরু যেভাবে,
তার শেষটা ”বেমানান”