Beshi Kichu Asha Kora Bhul ( বেশি কিছু আশা করা ভুল) Bangla Lyrics By Jagjit Singh.

 Beshi Kichu Asha Kora Bhul ( বেশি কিছু আশা করা ভুল) Bangla Lyrics By Jagjit Singh.

Beshi Kichu Asha Kora Bhul ( বেশি কিছু আশা করা ভুল) Bangla Lyrics By Jagjit Singh.

Song Name : Beshi Kichu Asha Kora Vhul 

Singer : Jagjit Singh

Lyrics : Pulak Bandyopadhyay

Music : Jagjit Singh

Beshi Kichu Asha Kora Bhul Lyrics In Bengali 

বেশি কিছু আশা করা ভুল

বুঝলাম আমি এতদিনে। 

বেশি কিছু আশা করা ভুল

বুঝলাম আমি এতদিনে,

মুক্তি মেলে না সহজে

জড়ালে হৃদয় কোনো ঋণে,

বেশি কিছু আশা করা ভুল 

বুঝলাম আমি এতদিনে। 

 

এই জগতে এমনও লোক থাকে

স্বপ্ন দেখতে নেই যাদের। 

এই জগতে এমনও লোক থাকে

স্বপ্ন দেখতে নেই যাদের,

দুঃখের মূল্যতে গেয়ে

কঠিন সত্য নেয় কিনে। 

 

বেশি কিছু আশা করা ভুল

বুঝলাম আমি এতদিনে,

মুক্তি মেলে না সহজে

জড়ালে হৃদয় কোনো ঋণে,

বেশি কিছু আশা করা ভুল 

বুঝলাম আমি এতদিনে। 

 

আমি সেই সে দলের একজনা

বুকে যার শুধু বঞ্চনা।

আমি সেই সে দলের একজনা

বুকে যার শুধু বঞ্চনা,

যে বর্ষার মেঘ পেরিয়ে

আসে না আলোরা আশ্বিনে। 

 

বেশি কিছু আশা করা ভুল

বুঝলাম আমি এতদিনে,

মুক্তি মেলে না সহজে

জড়ালে হৃদয় কোনো ঋণে,

বেশি কিছু আশা করা ভুল 

বুঝলাম আমি এতদিনে,

বেশি কিছু আশা করা ভুল 

বুঝলাম আমি এতদিনে। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *