Bhaiphontar Gaan (ভাইফোটার গান) Bangla Lyrics By Chandrika Bhattacharya.
Song : Bhaiphontar Gaan
Singer : Chandrika Bhattacharya
Lyrics : Srijato
Music : Joy Sarkar
Flute : Bubai Nandy
Guitars : Joy Sarkar
Recording, Mixing, and Mastering : Goutam Basu @ Studio Vibrations
Digital Partner : Bengal Web Solution (BWS)
Media Partner : Candid Communication
Makeup : Rumela Das
Edit & Color : Sourodeep Chakravarty
Cinematography & Direction : Subhadip
Food Partner : Koshe Kosha
Music Label : Star Manch
Release On : 26 October 2022
Bhaiphontar Gaan Bangla Lyrics
ভাই তোর কপালে ফোঁটা দিলাম
আয়ু বাড়ুক তোর
বিপদ যা সব আমি নিলাম
বন্ধ যমের দোর
ভাই তোর কপালে ফোঁটা দিলাম
আয়ু বাড়ুক তোর,
বিপদ যা সব আমি নিলাম
বন্ধ যমের দোর
এই পারুল বোনের একটি চাওয়া
আর কিছু না চাই
জলের পাশে যেমন হাওয়া
আমার পাশে ভাই।
সাত সাগর আর তেরো নদী
তুই যেখানে যাস
চন্দনের এই ফোঁটায় যদি
আমায় খুঁজে পাস
তবে জানবি সেটাই আমার পাওয়া
আর কিছু না চাই
জলের পাশে যেমন হাওয়া
আমার পাশে ভাই।
এই ভাই ফোঁটা তে দিলাম তোকে
হলো থাকার বর
মনের মতো আমার চোখে
করিস রে তুই ঘর
তোর আদর লেপুক মনের দাওয়া
আর কিছু না চাই
জলের পাশে যেমন হাওয়া
আমার পাশে ভাই।
যদি ইচ্ছে করে তুই আমাকে
একটি ফোঁটা দিস,
বোনের ও খুব ইচ্ছে থাকে
বাঁচতে অহর্নিশ।
এই এক গাঙে হোক নৌকো বাওয়া
আর কিছু না চাই
জলের পাশে যেমন হাওয়া
আমার পাশে ভাই।
জলের পাশে যেমন হাওয়া
আমার পাশে ভাই।
জলের পাশে যেমন হাওয়া
আমার পাশে ভাই।