Bhalo Lagche Bhalo Lagche (ভালো লাগছে ভালো লাগছে) Bangla Lyrics By Srikanta Acharya.
Song : Bhalo Lagche Bhalo Lagche
Singer : Srikanta Acharya
Lyrics : Jatileshwar Mukhopadhyay
Music : Jatileshwar Mukhopadhyay
Music Label : Shemaroo Bengali Music
Release On : 7 July 2022
Bhalo Lagche Bhalo Lagche Bangla Lyrics
ভালো লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
আলো আধার নিকট দূর
আলো আধার নিকট দূর
ঘুম পাড়ানি গান
ঘুম পাড়ানী সুর
লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
থেমে থাকা পথচলা
বলার খুশিতে কথা বলা
থেমে থাকা পথচলা
বলার খুশিতে কথা বলা
মনঘরে গড়া এ মধুপুর
ভালো লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে পথ যাওয়া
সময় হারিয়ে যাওয়া
ভালো লাগছে দারুন ঝড়
ভালো লাগছে দক্ষিণ হাওয়া
ভালো লাগছে পথ যাওয়া
সময় হারিয়ে যাওয়া
ভালো লাগছে দারুন ঝড়
ভালো লাগছে দক্ষিণ হাওয়া
মুখে হাসি চোখে কাঁদন
কি জাদু মন্ত্রে গড়া বাঁধন
মুখে হাসি চোখে কাঁদন
কি জাদু মন্ত্রে গড়া বাঁধন
শুধু সুধা নয় সবই মধুর
লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
আলো আধার নিকট দূর
আলো আধার নিকট দূর
ঘুম পাড়ানি গান ঘুম পাড়ানী সুর
লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা
ভালো লাগছে ভালো লাগছে
কেন তা বলতে পারিনা।।