Bhalo Lage Tomake ( ভালো লাগে তোমাকে) Bangla Song Lyrics By Angel Noor.

Bhalo Lage Tomake ( ভালো লাগে তোমাকে) Bangla Song Lyrics By Angel Noor.

Bhalo Lage Tomake ( ভালো লাগে তোমাকে) Bangla Song Lyrics By Angel Noor.
সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Bhalo Lage Tomake গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Bhalo Lage Tomake  গানের লিরিক্স তুলে ধরলাম। এই গানটি গেয়েছেন Angel Noor। গানের লিরিক্স দিয়েছেন Piran Khan। এবং গানটি CMV এর ব্যানারে প্রকাশিত হয়েছে। আশা করছি Bhalo Lage Tomake  গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

Song : Bhalo Lage Tomake

Drama : Love Semester

Singer : Angel Noor

Lyrics & Composer : Piran Khan 

Label : CMV

Bhalo Lage Tomake Song Lyrics 

একা বসে ভাবছো কি?

দূরে দাঁড়িয়ে গাইছি আমি 

আনমনে বাসছি ভালো 

তুমি পূর্ণিমারই স্নিগ্ধ আলো,

তুমি ভোরের মিষ্টি বাতাস 

কখনও আবার মনের আকাশ,

তুমি বললেই এনে দেবো 

পূর্ণিমার সেই একফালি চাঁদ। 

ভালোলাগে তোমাকে 

ভালোবাসি বলে দিতে চাই,

তোমার মনের ঠিকানায় 

আমি গান লিখে যাই,

শুরু থেকে শেষ অবধি 

আমি তোমাকে চাই,

তোমার চোখের কাজলে 

আমি হারিয়ে যাই। 

চোখেরই আড়ালে, হাতেরই নরমে 

দেখে তোমাকে হারিয়ে যাই,

আলতো ছোঁয়াতে রাঙিয়ে তোমাকে 

ভালোবাসা রঙে রাঙাতে চাই। 

প্রেমে পড়েছি যখন দেখেছি 

তোমায় কোনো বিকেলে,

আমি লিখেছি আর গেয়েছি 

তোমায় ভেবে গোপনে। 

তুমি এসে রাঙিয়েছো আমাকে 

তোমারই নাম সব পার্থনাতে থাকে।  

ভালো লাগে তোমাকে 

ভালোবাসি বলে দিতে চাই,

তোমার মনের ঠিকানায় 

আমি গান লিখে যাই,

শুরু থেকে শেষ অবধি 

আমি তোমাকে চাই,

তোমার চোখের কাজলে 

আমি হারিয়ে যাই। 

চোখেরই আড়ালে, হাতেরই নরমে 

দেখে তোমাকে হারিয়ে যাই,

আলতো ছোঁয়াতে রাঙিয়ে তোমাকে 

ভালোবাসা রঙে রাঙাতে চাই। 

ভালোলাগে তোমাকে 

ভালোবাসি বলে দিতে চাই,

তোমার মনের ঠিকানায় 

আমি গান লিখে যাই। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *