Bhalo Lage Tomake ( ভালো লাগে তোমাকে) Bangla Song Lyrics By Angel Noor.
Bhalo Lage Tomake ( ভালো লাগে তোমাকে) Bangla Song Lyrics By Angel Noor.
Song : Bhalo Lage Tomake
Drama : Love Semester
Singer : Angel Noor
Lyrics & Composer : Piran Khan
Label : CMV
Bhalo Lage Tomake Song Lyrics
একা বসে ভাবছো কি?
দূরে দাঁড়িয়ে গাইছি আমি
আনমনে বাসছি ভালো
তুমি পূর্ণিমারই স্নিগ্ধ আলো,
তুমি ভোরের মিষ্টি বাতাস
কখনও আবার মনের আকাশ,
তুমি বললেই এনে দেবো
পূর্ণিমার সেই একফালি চাঁদ।
ভালোলাগে তোমাকে
ভালোবাসি বলে দিতে চাই,
তোমার মনের ঠিকানায়
আমি গান লিখে যাই,
শুরু থেকে শেষ অবধি
আমি তোমাকে চাই,
তোমার চোখের কাজলে
আমি হারিয়ে যাই।
চোখেরই আড়ালে, হাতেরই নরমে
দেখে তোমাকে হারিয়ে যাই,
আলতো ছোঁয়াতে রাঙিয়ে তোমাকে
ভালোবাসা রঙে রাঙাতে চাই।
প্রেমে পড়েছি যখন দেখেছি
তোমায় কোনো বিকেলে,
আমি লিখেছি আর গেয়েছি
তোমায় ভেবে গোপনে।
তুমি এসে রাঙিয়েছো আমাকে
তোমারই নাম সব পার্থনাতে থাকে।
ভালো লাগে তোমাকে
ভালোবাসি বলে দিতে চাই,
তোমার মনের ঠিকানায়
আমি গান লিখে যাই,
শুরু থেকে শেষ অবধি
আমি তোমাকে চাই,
তোমার চোখের কাজলে
আমি হারিয়ে যাই।
চোখেরই আড়ালে, হাতেরই নরমে
দেখে তোমাকে হারিয়ে যাই,
আলতো ছোঁয়াতে রাঙিয়ে তোমাকে
ভালোবাসা রঙে রাঙাতে চাই।
ভালোলাগে তোমাকে
ভালোবাসি বলে দিতে চাই,
তোমার মনের ঠিকানায়
আমি গান লিখে যাই।