Valobasi Bolte Chai( ভালোবাসি বলতে চাই) Bangla Lyrics By Imran Mahmudul Cross Connection Drama
Song : Valobasi Bolte Chai
Vocal : Imran & Poni Chakma
Lyrics : Snahashish Ghosh
Tune : Imran Mahmudul
Label : CMV
Bhalobashi Bolte Chai Bangla Lyrics
তোমার মিষ্টি হাসি দেখে
আমি এ ভবন ভুলে যাই
উড়বে চঞ্চল পরী হয়ে
আমি যে ডানা হতে চাই।
এলোমেলো এই তোমাকে
আমি একটু গোছাতে চাই
তোমার যতো স্বপ্ন আছে
আমি তাতে রং মেশাতে চাই।
তোমার হাতটা ধরে
অচিন এক শহরে
প্রেম ছড়ানো ঘরে
গিয়ে তোমায়।
শুধু একবার ভালোবাসি
এই কথা বলতে চাই
শুধু একবার ভালোবাসি
এই কথা বলতে চাই
তুমি যেনো তিলোত্তমা
হাতে গড়া এক প্রতিমা
ভরে না মন দেখে তোমাকে
চোখে চোখে আর কত কথা
ভাঙ্গো এবার ওই নীরবতা
ভালোবাসো যদি আমাকে
তোমার হাতটা ধরে
অচিন এক শহরে
প্রেম ছড়ানো ঘরে
গিয়ে তোমায়।
শুধু একবার ভালোবাসি
এই কথা বলতে চাই
শুধু একবার ভালোবাসি
এই কথা বলতে চাই।।
Bhalobashi Bolte Chai Bangla Lyrics
Tomar misti hasi dekhe
Ami e bhobon bhule jai
Urbe cancol pori hoye
Ami je dana hote cai
Elomelo ei tomake
Ami ektu gochate cai
Tomar joto shopno ase
Ami tate rong mesate cai
Tomar haatta dhore
Acin ek sahore
Prem chorano ghore
Giye tomay.