Bhalobashi Tai (ভালোবাসি তাই) Bangla Lyrics By Tahsan

Bhalobashi Tai (ভালোবাসি তাই) Bangla Lyrics By Tahsan  

Song : Bhalobashi Tai

Vocal : Tahsan Khan 

Lyrics : Mehedi Hasan Limon

Music : Emon Chowdhury 

Label : DeadLine Entertainment 

 

 Valobashi Tai Bangla Lyrics 

তুমি, ভাবনায় ডুবে থাকা,

দূর আকাশের নীলিমায়

তুমি,হৃদয়ে লুকোনো প্রেম,

মিশে থাকা গভীর মুগ্ধতায়

তুমি এলে, মন ছুঁলে

অন্যরকম হয়ে যাই

ইচ্ছে গুলো, জড়োসড়ো

ভালোবাসি বলে তাই

আমার আমি বলতে তোমায় জানি

ঐ আকাশ জানে তুমি আমার কতোখানি

আমার আমি বলতে তোমায় জানি

ঐ আকাশ জানে তুমি আমার কতোখানি

চিলেকোঠায় ইচ্ছে গুলো

নেইতো কোনো দাড়ি-কমা

বুক পকেটে,তোমার জন্য

রেখেছি, ভালোবাসা জমা…

শিশির রোদের লুকোচুরি,

তোমার হাসি ফোটা বকুল

ছোঁয়া পেলে স্বপ্ন হাজার

আনমনে হয়ে যাই ব্যাকুল

তুমি এলে, মন ছুঁলে

অন্যরকম হয়ে যাই

ইচ্ছে গুলো, জড়োসড়ো

ভালোবাসি বলে তাই

আমার আমি বলতে তোমায় জানি

ঐ আকাশ জানে তুমি আমার কতোখানি

আমার আমি বলতে তোমায় জানি

ঐ আকাশ জানে তুমি আমার কতোখানি।।

Valobashi Tai Bangla Lyrics

Tumi vabonay dube thaka

Dur akasher nilimay

Tumi hridoye lukono prem

Mishe thaka govir mughdhotay

Tumi ele mon chule

Onnorokom hoye jai

Icche gulo jorosoro

Valobasi bole tai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *