Bhalobasho Ki Na(ভালোবাসো কি না) Bangla Lyrics By Tausif
Song : Bhalobasho Ki Na
Vocal : Tausif
Lyrics : Tareq Ananda
Tune : Tausif
Music : Tofy Renar
Label : Agniveena
Bhalobasho Ki Na Bangla Lyrics
তুমি এখনো আমায় ভালোবাসো কিনা
জানতে আমার খুব ইচ্ছে করে
তোমার ভাবনায় আমি আছি কিনা
জানতে আমার খুব ইচ্ছে করে
খুব কাছাকাছি এসেছিলে
বুকের নদীতে ভেসেছিলে
প্রতি ক্ষণ হৃদয় উঠতো নেচে
বসন্ত করেছো হৃদয়ে আদরে
তুমি এখনো আমায় ভালোবাসো কিনা
জানতে আমার খুব ইচ্ছে করে
তোমার ভাবনায় আমি আছি কিনা
জানতে আমার খুব ইচ্ছে করে
আলতো ছোয়ায় টেনে ছিলাম
মনেরও কথা বলেছিলাম
আলতো ছোয়ায় টেনে ছিলাম
মনেরও কথা বলেছিলাম
কিছুই না বলে তুমি চলে গেলে
হটাৎ ঠেলে দিলে দূরে
অচেনা লাগে সবই অচেনা
ধূসর সৃতি মনে পড়ে
তুমি এখনো আমায় ভালোবাসো কিনা
জানতে আমার খুব ইচ্ছে করে
তোমার ভাবনায় আমি আছি কিনা
জানতে আমার খুব ইচ্ছে করে
চোখের তারায় তুমি নেই তাই
একা লাগে ভিশন লাগে একা
চোখের তারায় তুমি নেই তাই
একা লাগে ভিশন লাগে একা
কিছুই না বলে তুমি চলে গেলে
হটাৎ ঠেলে দিলে দূরে
অচেনা লাগে সবই অচেনা
ধূসর সৃতি মনে পড়ে
তুমি এখনো আমায় ভালোবাসো কিনা
জানতে আমার খুব ইচ্ছে করে
তোমার ভাবনায় আমি আছি কিনা
জানতে আমার খুব ইচ্ছে করে।।
Bhalobasho Ki Na Bangla Lyrics
Tumi ekhono amay valobaso kina
Jante amar khub icche kore
Tomar vabonay ami aci kina
Jante amar khub icche kore
Khub kacha kachi esechile
Buker nodite vesechile
Proti khon hridoy uthto nece
Bosonto korecho hridoy adore