Bhalobeshe Eto Jwala ( ভালোবেসে এতো জ্বালা) Bangla Lyrics By Iman Chakraborty.
Bhalobeshe Eto Jwala ( ভালোবেসে এতো জ্বালা) Bangla Lyrics By Iman Chakraborty.
Song Name : Bhalobeshe Eto Jwala
Singer : Iman Chakraborty
Tune & Music : Bickram Ghosh
Lyrics : Subhendu Dasmunshi
Music Label : CamelliaFilms Production
Star Cast : Rituparna Sengupta, Abir Chatterjee, Sauraseni Maitra, Arunima Ghosh, Rajatava Dutta, Indrasish Roy, Ambarish Bhattacharya, Falaque Rashid Roy, Sourav Das, Arna Mukhopadhay
Release On : 2022-12-20
Bhalobeshe Eto Jwala Lyrics in Bengali
ভালবেসে এতো জ্বালা যদি সখি
শুধু কেন এতো ভালোবাসাবাসি
সেই যদি দূরে চলে যাবে প্রিয়
তবে কেন এতো ছিলে পাশাপাশি
জানো না তুমি বোঝো না
বিরহ আমার এতটাই প্রিয়
জানো না তুমি বোঝো না
বেদনা কেন যে এতো রমণীয়
জানো না
সে আলোর আভা আগুনের শিখা
কেমন আছো গো প্রিয়তম
আমার মতো সে ও কি তোমায়
আমার মতো সে ও বুঝি প্রিয়
তোমার হাতে হাত রেখে যদি
আমার দুয়ারে রাত জাগা আমি
বোঝোনা মন খোঁজ না
বিরহ কে ভালোবেসেছিনু মনে
বোঝোনা মন খোঁজ না
যতনে রেখেছি যাতনা কে কোনে
বোঝোনা
তবু কেন ভালোবাসি
এতখানি কাছে কেন আসি
এতো রং এতো আলো
আগুনের শিখা কেন জ্বালো
নেভালে কি নিজ হাতে
নতুন বধূয়া সাথে
পথ চেয়ে সে কেন বসে থাকে
হাতে হাত পেতে রাখে
হাতে হাত পেতে রাখে
জানো না তুমি বোঝো না
বিরহ আমার এতটাই প্রিয়
জানো না তুমি বোঝো না
জানো না তুমি বোঝো না