Bhenge Dekho Amay ( ভেঙে দেখো আমায়) Bangla Lyrics By Nachiketa Chakraborty

 Bhenge Dekho Amay ( ভেঙে দেখো আমায়) Bangla Lyrics By Nachiketa Chakraborty 

Bhenge Dekho Amay ( ভেঙে দেখো আমায়) Bangla Lyrics By Nachiketa Chakraborty

Song Name :  Bhenge Dekho Amay

Singer :  Nachiketa Chakraborty

Tune & Music :  Rathijit Bhattacharjee

Lyrics :  Prasen

Director : Avijit Sen

Mix & Master : Subhadip Mitra at openreel studio, Mumbai

Guitar, Mandolin, Bass : Raja Chowdhury

Violin, Viola : Sandipan Ganguly

Flute : Sushanta Nandi

Music Label :  Saregama India Ltd

Star Cast :  Mithun Chakraborty, Dev, Koushani Mukherjee, Sweta Bhattacharya

Release On :  2022-12-22

Bhenge Dekho Amay Lyrics in Bengali 

তোমারি সাথে চলতে শিখেছি

তোমার হাতে জীবন আমার

তোমাকে ছাড়া যায় না যে পারা

তোমার কাছেই ফিরবো আবার

ওরে মন বলি শোন

অভিমান পিছুটান

একই ঘর দুটো কোন

থেকে যায় যেমন

ভেঙে দেখো আমায়

জুড়ে দেখো আমায়

তুমি আমারই আমারই রয়েছো

ভেঙে দেখো আমায়

জুড়ে দেখো আমায়

তুমি আমারই আমারই রয়েছো

তোমার জন্য আর কত রাত

জেগে জেগে বেঁচে থাকা যায়

বলো কার গল্প কে কাকে শোনায়

তোমার জন্য আর কত রাত

জেগে জেগে বেঁচে থাকা যায়

বলো কার গল্প কে কাকে শোনায়

নিজেরাই জানি না আছি কোথায়

নিজেরাই জানি না বাঁচি কোথায়

সে আদরের দরদের দিন গেলো কোথায়

ভেঙে দেখো আমায় জুড়ে দেখো আমায়

তুমি আমারই আমারই রয়েছো 

ভেঙে দেখো আমায় জুড়ে দেখো আমায়

তুমি আমারই আমারই রয়েছো

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *