Bhuila Thakar Montro (ভুইলা থাকার মন্ত্র) Bangla Lyrics By Samz Vai.

 Bhuila Thakar Montro (ভুইলা থাকার মন্ত্র) Bangla Lyrics By Samz Vai. 

Bhuila Thakar Montro (ভুইলা থাকার মন্ত্র) Bangla Lyrics By Samz Vai.

Song : Bhuila Thakar Montro

Singer : Samz Vai 

Lyrics : Ripon Mahmud 

Tune & Music : Rohan Raj 

Label : E-Sound Music 

Bhuila Thakar Montro Bangla Lyrics 

চাইনা তুমি ফিরে আসো 

জীবনে আবার 

চাইনা জানতে পাইছো কারে 

হইছো তুমি কার 

চাইনা তুমি ফিরে আসো 

জীবনে আবার 

চাইনা জানতে পাইছো কারে 

হইছো তুমি কার 

কি হবে আর এসব জেনে

নিয়েছি তো সবই মেনে 

কি হবে আর এসব জেনে

নিয়েছি তো সবই মেনে 

ভাগ্য যখন আমায় লইয়া

করলো ষড়যন্ত্র 

যাও শিখাইয়া একবার আইসা

ভুইলা থাকার মন্ত্র

যাও শিখাইয়া একবার আইসা

ভুইলা থাকার মন্ত্র

গগন সাকিবের নতুন গান

যাও শিখাইয়া একবার আইসা

ভুইলা থাকার মন্ত্র

যাও শিখাইয়া একবার আইসা

ভুইলা থাকার মন্ত্র

শুনছি তুমি ভালোই আছো 

সুখেরই সংসার 

তবে তোমায় মনে রাখার 

বলো কি দরকার 

শুনছি তুমি ভালোই আছো 

সুখেরই সংসার 

তবে তোমায় মনে রাখার 

বলো কি দরকার 

তুমি থাকো তোমার মতো 

আমার জীবন লইয়া ক্ষত

তুমি থাকো তোমার মতো 

আমার জীবন লইয়া ক্ষত

জীবনটারে কইরা নিব

প্রেম ছাড়া এক যন্ত্র

যাও শিখাইয়া একবার আইসা

ভুইলা থাকার মন্ত্র

যাও শিখাইয়া একবার আইসা

ভুইলা থাকার মন্ত্র

যাও শিখাইয়া একবার আইসা

ভুইলা থাকার মন্ত্র

যাও শিখাইয়া একবার আইসা

ভুইলা থাকার মন্ত্র

সব প্রেমে তো হয়না জোড়া 

কয়রে ইতিহাস 

তাই বলে তো কেউ করেনি 

নিজের সর্বনাশ 

সব প্রেমে তো হয়না জোড়া 

কয়রে ইতিহাস 

তাই বলে তো কেউ করেনি 

নিজের সর্বনাশ 

দূরে তুমি থাকোই যতো

ছিলে আমার মনের মতো 

দূরে তুমি থাকোই যতো

ছিলে আমার মনের মতো 

এই কথাটি জানলে পরে

আমার জীবন দগ্ধ

যাও শিখাইয়া একবার আইসা

ভুইলা থাকার মন্ত্র

যাও শিখাইয়া একবার আইসা

ভুইলা থাকার মন্ত্র

যাও শিখাইয়া একবার আইসা

ভুইলা থাকার মন্ত্র

যাও শিখাইয়া একবার আইসা

ভুইলা থাকার মন্ত্র

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *