Bhule Jabo Vabi Tomay ( ভুলে যাব ভাবি তোমায়) Bangla Lyrics By Mahtim Sakib.
Bhule Jabo Vabi Tomay ( ভুলে যাব ভাবি তোমায়) Bangla Lyrics By Mahtim Sakib.
Song : Bhule Jabo Vabi Tomay
Vocal : Mahtim Sakib
Lyrics : Mehedi Hasan Limon
Music : Yeasin Hossain Neru
Label : Laser Vision
Bhule Jabo Vabi Tomay Bangla Lyrics
ভুলে যাব ভাবি তোমায়
ভোলা কি এতই সহজ
যতোখানি যাই ভুলে
মনে পরে আরো ততো
সৃতিগুলো মুখোমুখি
চেনা লাল টুপে রাখি
নেই তো আজ কেউ সুখি
হয়ে একাকি
ভুলে যাব ভাবি তোমায়
ভোলা কি এতই সহজ
যতোখানি যাই ভুলে
মনে পরে আরো ততো
ভুলে যাব ভাবি তোমায়
ভোলা কি এতই সহজ
যতোখানি যাই ভুলে
মনে পরে আরো ততো
অবহেলিত সময় জানে
কোনখানে বাধার দেয়াল
মিথ্যে হাসি ঠোঁটের কোনে
একা কাদে পুরনো রুবার
অবহেলিত সময় জানে
কোনখানে বাধার দেয়াল
মিথ্যে হাসি ঠোঁটের কোনে
একা কাদে পুরনো রুবার
সৃতিগুলো মুখোমুখি
চেনা লাল টুপে রাখি
ভুলে যাব ভাবি তোমায়
ভোলা কি এতই সহজ
যতোখানি যাই ভুলে
মনে পরে আরো ততো
ভুলে যাব ভাবি তোমায়
ভোলা কি এতই সহজ
যতোখানি যাই ভুলে
মনে পরে আরো ততো
তোমার দেয়া শত অভিযোগ
মুখ বুঝে নিয়েছি মেনে
ভালোবেসে ফেলে যে একবার
মরে যায় সে খনেখনে
তোমার দেয়া শত অভিযোগ
মুখ বুঝে নিয়েছি মেনে
ভালোবেসে ফেলে যে একবার
মরে যায় সে খনেখনে
সৃতিগুলো মুখোমুখি
চেনা লাল টুপে রাখি
ভুলে যাব ভাবি তোমায়
ভোলা কি এতই সহজ
যতোখানি যাই ভুলে
মনে পরে আরো ততো
ভুলে যাব ভাবি তোমায়
ভোলা কি এতই সহজ
যতোখানি যাই ভুলে
মনে পরে আরো ততো।।
Bhule Jabo Vabi Tomay Bangla Lyrics
Bhule jabo vabi tomay
Bhola ki etoi sohoj
Jotokhani jai bhule
Mone pore aro toto
Sritygulo mukhomukhi
Cena lal tupe rakhi
Nei to aj keu sukhi
Hoye ekaki