Bhulona Amay( ভুলোনা আমায়) Bangla Lyrics By Avraal Sahir। Bhulona Amay Bangla Natok. Mushfiq R Farhan.

Bhulona Amay( ভুলোনা আমায়) Bangla Lyrics By Avraal Sahir। Bhulona Amay Bangla Natok. Mushfiq R Farhan.



Song : Bhulona Amay

Vocal : Kona & Avraal Sahir

Lyrics : Ahmed Risvy

Music : Avraal Sahir 

Label : Sultan Entertainment 

 

Bhulona Amay Bangla Lyrics 

তোমার হাওয়ায় উরা চুল 

কানে রঙিন দুল

মিস্টি যতো ভুল 

ভালো লাগে আমার 

তোমার অবুঝ অভিমান 

মায়ার পিছুটান 

প্রিয় মৃদু ঘ্রান

ভালো লাগে আমার 

আজ থেকে এই আমি 

শুধু যে তোমার 

তুমি ছাড়া মন অসহায়

পাশে থেকো চিরদিন 

ভূলোনা আমায়

ভূলোনা আমায়

ভূলোনা আমায়

পাশে থেকো চিরদিন 

ভূলোনা আমায়

ভূলোনা আমায়

ভূলোনা আমায়

তুমি আছো হৃদয়ের 

সবটা জুড়ে 

তোমার ছায়া আমায় 

রাখে ঘিরে 

যতো আসুক বাধা

নামুক আধার 

ছিন্য হবে না প্রেম

তোমার আমার 

আজ থেকে এই আমি 

শুধু যে তোমার 

তুমি ছাড়া মন অসহায়

পাশে থেকো চিরদিন 

ভূলোনা আমায়

ভূলোনা আমায়

ভূলোনা আমায়

পাশে থেকো চিরদিন 

ভূলোনা আমায়

ভূলোনা আমায়

ভূলোনা আমায়

জ্যোৎস্নারা আজ সাজে

তোমারই আলোয়

হৃদয় জুড়ে নামে

সুখেরই প্রলয় 

 একটাই পৃথিবী 

 তুই জীবন আমার 

 তোমার মতো প্রিয় 

 কেউ নেই আমার 

আজ থেকে এই আমি 

শুধু যে তোমার 

তুমি ছাড়া মন অসহায়

পাশে থেকো চিরদিন 

ভূলোনা আমায়

ভূলোনা আমায়

ভূলোনা আমায়

পাশে থেকো চিরদিন 

ভূলোনা আমায়

ভূলোনা আমায়

ভূলোনা আমায়।।

Bhulona Amay Bangla Lyrics 

Tomar haoyay ura chul

Kane rongin dul

Misty joto bhul

Valo lage amar

Tomar obujh obhiman

Mayar pichu tan

Priyo mridu ghran

Valo lage amar 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *