Bibhabari Jago (বিভাবরী জাগো) Bangla Lyrics By Nachiketa Chakraborty.
Song : Bibhabari Jago
Album Name : Naba Rupe Eso Nababarsher Gaan
Vocal, Music And Lyrics : Nachiketa Chakraborty
Label : Saregama India Ltd
Bibhabari Jago Bangla Lyrics
বিভাবরী জাগো
জাগো মোছো ঘুমঘোর,
বিভাবরী জাগো
জাগো মোছো ঘুমঘোর,
মো-ছো ঘুমঘোর
মো-ছো ঘুমঘোর
হোক প্রসব ভোর..
বিভাবরী জাগো
জাগো মোছো ঘুমঘোর
বিভাবরী জাগো
জাগো মোছ ঘুমঘোর।।
নবজাতক ভোর
দেখুক পৃথিবীকে
আমার জননী সে
স্নেহমায়া বুকে।
আ .. আ .. আ ..
নবজাতক ভোর
দেখুক পৃথিবীকে,
আমার জননী সে
স্নেহমায়া বুকে।
হোক না ভোর সহোদর
একশ নিশি রাতের,
হো.. হোক না ভোর সহোদর
একশ নিশি রাতের,
হোক-না শুরু চলা
হোক-না শুরু চলা
জড়িয়ে বাহুডোর ..
বিভাবরী জাগো
জাগো মোছ ঘুমঘোর,
বিভাবরী জাগো
জাগো মোছ ঘুমঘোর।।
এ অহল্লা রাত
প্রতীক্ষায় বসে,
ছুঁয়ে যাবে কখন
সোনালি ভোর হেসে।
আ .. আ .. আ ..
এ অহল্লা রাত
প্রতীক্ষায় বসে,
ছুঁয়ে যাবে কখন
সোনালি ভোর হেসে।
প্রতীক্ষায় প্রকৃতি
এক আশা বুকেতে,
প্রতীক্ষায় প্রকৃতি
এক আশা বুকেতে,
ভাঙবে আঁধার পাহাড়
ভাঙবে আঁধার পাহাড়
অনন্ত অমর ..
বিভাবরী জাগো
জাগো মোছ ঘুমঘোর,
বিভাবরী জাগো
জাগো মোছ ঘুমঘোর,
মোছ ঘুমঘোর
মোছ ঘুমঘোর
হোক প্রসব ভোর।
বিভাবরী জাগো
জাগো মোছ ঘুমঘোর,
বিভাবরী জাগো
জাগো মোছ ঘুমঘোর।।