Bichar (বিচার) Bangla Lyrics By Anupam Roy.

 Bichar (বিচার) Bangla Lyrics By Anupam Roy.

Bichar (বিচার) Bangla Lyrics By Anupam Roy.

Song : Bichar 

Album : Adrishyo Nagordolar Trip

Music, Lyrics and Vocals : Anupam Roy

Guitar : Bodhisattwa Ghosh

Bass guitar : Mainak Nag Chowdhury

Cajon, shakers : Ratul Shankar

Recorded by : Ananjan Chakraborty

Artwork and animation : Yamini Sujan

Bichar Lyrics in Bengali 

পৃথিবীর ইতিহাস দেবতার ইতিহাস 

রাজাদের ইতিহাস গো 

পৃথিবীর ইতিহাস যুদ্ধের ইতিহাস 

শোষণের ইতিহাস গো 

রাজা থাকে সিংহাসনে বসে 

সাধারণ মানুষ আঙুল চোষে 

রাজা থাকে সিংহাসনে বসে 

সাধারণ মানুষ আঙুল চোষে 

অন্যায় দেখলে তুমি চোখ ঢেকে রাখো রে 

প্রতিবাদ করলে তুমি জেলের ভেতর থাকো 

বিচার তো কোনও দিনই হবে না হবে না 

বিচার তো কোনও দিনই হবে না 

বিচার তো কোনও দিনই হবে না হবে না 

জাস্টিস বলে কিছু পাবে না 

পৃথিবীর ইতিহাস পুরুষের ইতিহাস 

মালিকের ইতিহাস গো 

মালিক যা পারে তা তুমি তা পারবে না 

এ কথা মেনে নাও গো 

আমি কোনও পন্থী হতে চাই না

দেখি আমি democracy-র আয়না 

আমি কোনও পন্থী হতে চাই না

দেখি আমি democracy-র আয়না 

মাওবাদী বলছো যাকে সে তো 

মাও-কে চেনেই না 

রাষ্ট্রের গুলি খেয়ে বাঁচবে সে তো প্রাণে না 

বিচার তো কোনও দিনই হবে না হবে না 

বিচার তো কোনও দিনই হবে না 

বিচার তো কোনও দিনই হবে না হবে না 

জাস্টিস বলে কিছু পাবে না 

এলো বান এলো রে গেল সব গেল রে 

এবার কি হবে মানুষের 

ভগবান ভগবান ডাকে সব পালোয়ান 

ভগবান কোথায় গেল রে 

রাষ্ট্র পার্টি কাউকে খুঁজে পাবে না 

কৃষ্ণ বলে সঙ্গে কেউ-ই যাবে না 

রাষ্ট্র পার্টি কাউকে খুঁজে পাবে না 

কৃষ্ণ বলে সঙ্গে কেউ-ই যাবে না 

রাজারা সব রকেট চেপে অন্য গ্রহে পালাবে 

তুমি ফ্যালফ্যাল করে তাকাবে 

বিচার তো কোনও দিনই হবে না হবে না 

বিচার তো কোনও দিনই হবে না 

বিচার তো কোনও দিনই হবে না হবে না 

জাস্টিস বলে কিছু পাবে না 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *