Biday Nilo Moner Rani Aj( বিদায় নিলো মনের রানী আজ) Bangla Lyrics By RA Azmir

Biday Nilo Moner Rani Aj( বিদায় নিলো মনের রানী আজ) Bangla Lyrics By RA Azmir 

Song : Biday Nilo Moner Rani Aj

Vocal : RA Azmir 

Lyrics : Alex Abdus Salam 

Music : Sikder Akash 

Label : Bhawal Music 

Dhdh

Biday Nilo Moner Rani Aj Bangla  Lyrics

 

শিরায় শিরায় বইছে আমার 

তুই হারানোর শোক 

পাগল হইয়া গেছি আমি 

মন্দ বলে লোক 

শিরায় শিরায় বইছে আমার 

তুই হারানোর শোক 

পাগল হইয়া গেছি আমি 

মন্দ বলে লোক 

যায়না দেখা এই পাগলের 

ভিতর পোড়া অসুখ 

পেলে নারে বুকের ভিতর 

একটু খানি সুখ

বিদায় নিলো বিদায় নিলো 

মনের রানী আজ

শূন্য বুকে নাইরে এখন 

সুখের কারুকাজ

 বিদায় নিলো বিদায় নিলো 

মনের পাখি আজ

শূন্য বুকে নাইরে এখন 

সুখের কারুকাজ

সুখ বলে তুই দুঃখের রাজ্যে 

হইয়া গেছিস রাজা

মন মানুষটা বুকে লইয়া 

পাইলি এমন সাজা,

সুখ বলে তুই দুঃখের রাজ্যে 

হইয়া গেছিস রাজা

মন মানুষটা বুকে লইয়া 

পাইলি এমন সাজা,

মন হারা তুই জ্যান্ত মরা

কইবি কার কাছে

বোঝার মত নাইরে মানুষ 

তোর আশেপাশে 

বিদায় নিলো বিদায় নিলো 

মনের রানী আজ

শূন্য বুকে নাইরে এখন 

সুখের কারুকাজ

 বিদায় নিলো বিদায় নিলো 

মনের পাখি আজ

শূন্য বুকে নাইরে এখন 

সুখের কারুকাজ

তুইতো বেইমান অভিনয়ে 

ছিলি ভিষণ পাকা

ভরা হৃদয় প্রতারণায়

করে দিলি ফাকা,

তুইতো বেইমান অভিনয়ে 

ছিলি ভিষণ পাকা

ভরা হৃদয় প্রতারণায়

করে দিলি ফাকা,

শূন্য বুকে ব্যাথার একটা 

বসাইলি পাহাড় 

ভালো ছিলো আমার মনে

করলিরে আঘাত 

বিদায় নিলো বিদায় নিলো 

মনের রানী আজ

শূন্য বুকে নাইরে এখন 

সুখের কারুকাজ

 বিদায় নিলো বিদায় নিলো 

মনের পাখি আজ

শূন্য বুকে নাইরে এখন 

সুখের কারুকাজ।।

Biday Nilo Moner Rani Aj Bangla  Lyrics

Shiray shiray boiche amar 

Tui haranor shok

Pagol hiya gechi ami

 mondho bole lok

 Jayna dekha ei pagoler

 Vitor pora osukh

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *