Biporite (বিপরীতে) Bangla Lyrics By Minar Rahman.

 Biporite (বিপরীতে) Bangla Lyrics By Minar Rahman.

Biporite (বিপরীতে) Bangla Lyrics By Minar Rahman.

Song : Biporite 

Singer : Minar Rahman

Lyric : Shafayet Monsur Rana

Cast : Afran Nisho & Swagota

Biporite Lyrics in Bengali 

সরে যাচ্ছি বহুদূরে

তুমি যাচ্ছ বিপরীতে,

আবেগ বাড়ছে বহু গুণ

আবেগ হচ্ছে করুণ।

শহর হারায় ঠিকানা

বিলীন হয় সীমানা,

স্মৃতিরা উড়ছে অবিরাম,

ঠিকানা পাচ্ছে পরিণাম।

সরে যাচ্ছি বহুদূরে

তুমি যাচ্ছ বিপরীতে,

আবেগ বাড়ছে বহু গুণ

আবেগ হচ্ছে করুণ।

শহর হারায় ঠিকানা

বিলীন হয় সীমানা,

স্মৃতিরা উড়ছে অবিরাম,

ঠিকানা পাচ্ছে পরিণাম।

পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে

কাছাকাছি তবু যাচ্ছি বহুদূরে।

পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে

কাছাকাছি তবু যাচ্ছি বহুদূরে।

সরে যাচ্ছি বহুদূরে

তুমি যাচ্ছ বিপরীতে।

গল্প হারায় প্রণয়,

জীবন হারায় সময়

রং হয় বিলীন,

কষ্ট বাড়ে সীমাহীন।

বলা হবে কি সে গল্প ?

ছাড়া পাবে কি সে কষ্ট ?

ভুলে যাবে কি সে প্রণয় ?

ফিরে পাবো কি সে সময় ?

ফিরে পাবো কি সে সময় ?

পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে

কাছাকাছি তবু যাচ্ছি বহুদূরে।

পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে

কাছাকাছি তবু যাচ্ছি বহুদূরে।

সরে যাচ্ছি বহুদূরে,

তুমি যাচ্ছ বিপরীতে।

সরে যাচ্ছি বহুদূরে,

তুমি যাচ্ছ বিপরীতে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *