Bisakto Abeg (বিষাক্ত আবেগ) Bangla Lyrics By Gogon Sakib.

 

Bisakto Abeg (বিষাক্ত আবেগ) Bangla Lyrics By Gogon Sakib. 


Song : Bisakto Abeg 

Singer : Gogon Sakib

Music : Jami Ul Hasan

Lyrics : Gogon Sakib & K Nayem

Tune : Gogon Sakib

Label : Samsul Official


Bisakto Abeg Bangla Lyrics 


তোর লাগিয়া বন্ধু স্বজন

ছাইড়া দিলাম কত

তুই আমারে ছাইড়া গেলি

স্বার্থ পরের মতো


তোর লাগিয়া বন্ধু স্বজন

ছাইড়া দিলাম কত

তুই আমারে ছাইড়া গেলি

স্বার্থ পরের মতো


১৬ আনা বাইসা ভালো

পাই না এক আনা

তুই আমারে ধোঁকা দিয়া

সুখ তো পাবি না


মাইয়া রে মাইয়া রে তুই

করলি জীবন শেষ

মাইয়া রে মাইয়া রে তুই

বিষাক্ত আবেগ


মাইয়া রে মাইয়া রে তুই

করলি জীবন শেষ

মাইয়া রে মাইয়া রে তুই

বিষাক্ত আবেগ


হৃদয় ভাঙ্গা আর্তনাদে

উঠছে কেপে রাত

আকাশ থেকে কান্না দেখে

কাঁদছে রে ওই চাঁদ


হৃদয় ভাঙ্গা আর্তনাদে

উঠছে কেপে রাত

আকাশ থেকে কান্না দেখে

কাঁদছে রে ওই চাঁদ


অনেক তাঁরার ভীরে আমি

তোরে খুইজা যাই

ভাবলে দেহ শিউরে উঠে

তুই যে আমার নাই


মাইয়া রে মাইয়া রে তুই

করলি জীবন শেষ

মাইয়া রে মাইয়া রে তুই

বিষাক্ত আবেগ


মাইয়া রে মাইয়া রে তুই

করলি জীবন শেষ

মাইয়া রে মাইয়া রে তুই

বিষাক্ত আবেগ


মাইয়া রে মাইয়া রে তুই

করলি জীবন শেষ

মাইয়া রে মাইয়া রে তুই

বিষাক্ত আবেগ


মাইয়া রে মাইয়া রে তুই

করলি জীবন শেষ

মাইয়া রে মাইয়া রে তুই

বিষাক্ত আবেগ।।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *