Skip to content
Bisakto Abeg (বিষাক্ত আবেগ) Bangla Lyrics By Gogon Sakib.
Song : Bisakto Abeg
Singer : Gogon Sakib
Music : Jami Ul Hasan
Lyrics : Gogon Sakib & K Nayem
Tune : Gogon Sakib
Label : Samsul Official
Bisakto Abeg Bangla Lyrics
তোর লাগিয়া বন্ধু স্বজন
ছাইড়া দিলাম কত
তুই আমারে ছাইড়া গেলি
স্বার্থ পরের মতো
তোর লাগিয়া বন্ধু স্বজন
ছাইড়া দিলাম কত
তুই আমারে ছাইড়া গেলি
স্বার্থ পরের মতো
১৬ আনা বাইসা ভালো
পাই না এক আনা
তুই আমারে ধোঁকা দিয়া
সুখ তো পাবি না
মাইয়া রে মাইয়া রে তুই
করলি জীবন শেষ
মাইয়া রে মাইয়া রে তুই
বিষাক্ত আবেগ
মাইয়া রে মাইয়া রে তুই
করলি জীবন শেষ
মাইয়া রে মাইয়া রে তুই
বিষাক্ত আবেগ
হৃদয় ভাঙ্গা আর্তনাদে
উঠছে কেপে রাত
আকাশ থেকে কান্না দেখে
কাঁদছে রে ওই চাঁদ
হৃদয় ভাঙ্গা আর্তনাদে
উঠছে কেপে রাত
আকাশ থেকে কান্না দেখে
কাঁদছে রে ওই চাঁদ
অনেক তাঁরার ভীরে আমি
তোরে খুইজা যাই
ভাবলে দেহ শিউরে উঠে
তুই যে আমার নাই
মাইয়া রে মাইয়া রে তুই
করলি জীবন শেষ
মাইয়া রে মাইয়া রে তুই
বিষাক্ত আবেগ
মাইয়া রে মাইয়া রে তুই
করলি জীবন শেষ
মাইয়া রে মাইয়া রে তুই
বিষাক্ত আবেগ
মাইয়া রে মাইয়া রে তুই
করলি জীবন শেষ
মাইয়া রে মাইয়া রে তুই
বিষাক্ত আবেগ
মাইয়া রে মাইয়া রে তুই
করলি জীবন শেষ
মাইয়া রে মাইয়া রে তুই
বিষাক্ত আবেগ।।