Bisher Churi (বিশের ছুড়ি) Bangla Lyrics By Akash Mahmud

Bisher Churi (বিশের ছুড়ি) Bangla Lyrics By Akash Mahmud 

Song : Bisher Churi

Vocal : Akash Mahmud

Lyrics : Ranak Rayhan

Music : Akash Mahmud 

Label : Popy Multimedia 

 

Bisher Churi Bangla Lyrics 

থাকতে সময় বুঝলাম নারে

তুই বড় বেইমান বন্ধু

থাকতে সময় বুঝলাম নারে

তুই বড় বেইমান 

আমার বিশ্বাসের ঘর করলি চুরি 

মারলি বুকে বিশের ছুড়ি

বিশ্বাসের ঘর করলি চুরি 

মারলি বুকে বিশের ছুড়ি

দিলি আমার ভালোবাসার

দিলি আমার ভালোবাসার

একি প্রতিদান

থাকতে সময় বুঝলাম নারে

তুই বড় বেইমান বন্ধু

থাকতে সময় বুঝলাম নারে

তুই বড় বেইমান 

একি অঙ্গে বহুরুপ তুই

করিয়া ধারণ 

নিখুঁত ভাবে করলি আমার 

মনটারে হরন

একি অঙ্গে বহুরুপ তুই

করিয়া ধারণ 

নিখুঁত ভাবে করলি আমার 

মনটারে হরন

চমৎকার তোর প্রেমের ধরন

চমৎকার তোর প্রেমের ধরন

ঠোঁট রাঙানো মিস্টি পান

থাকতে সময় বুঝলাম নারে

তুই বড় বেইমান বন্ধু

থাকতে সময় বুঝলাম নারে

তুই বড় বেইমান 

বেইমান রে 

তুই বড় বেইমান 

অন্ধের মতো তোরে আমি 

করেছি বিশ্বাস

কখনো ভাবিনী এমন 

করবি সর্বনাশ 

অন্ধের মতো তোরে আমি 

করেছি বিশ্বাস

কখনো ভাবিনী এমন 

করবি সর্বনাশ 

দেখলে তোরে যায়না চেনা

দেখলে তোরে যায়না চেনা

এতটাই ব্যবধান 

থাকতে সময় বুঝলাম নারে

তুই বড় বেইমান বন্ধু

থাকতে সময় বুঝলাম নারে

তুই বড় বেইমান 

আমার বিশ্বাসের ঘর করলি চুরি 

মারলি বুকে বিশের ছুড়ি

বিশ্বাসের ঘর করলি চুরি 

মারলি বুকে বিশের ছুড়ি

দিলি আমার ভালোবাসার

একি প্রতিদান

থাকতে সময় বুঝলাম নারে

তুই বড় বেইমান বন্ধু

থাকতে সময় বুঝলাম নারে

তুই বড় বেইমান।। 

Bisher Churi Bangla Lyrics

Thakte somoy bujhlam nare

Tui boro beiman bondhu

Thakte somoy bujhlam nare

Tui boro beiman

Amar bishaser ghor korli churi

Marli buke bisher churi

Bishaser ghor korli churi

Marli buke bisher churi

Dili amar valobasar

Eki protidan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *