Bodhua Amar Chokhe Jol Eneche Bangla Song Lyrics By Jatileshwar Mukherjee.

Bodhua Amar Chokhe Jol Eneche Bangla Song Lyrics By Jatileshwar Mukherjee.

Bodhua Amar Chokhe Jol Eneche Bangla Song Lyrics By Jatileshwar Mukherjee.

সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Bodhua Amar Chokhe Jol Eneche গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Bodhua Amar Chokhe Jol Eneche গানের লিরিক্স তুলে ধরলাম। এই গানটি কভার গান হিসেবে গেয়েছেন Srikanto Acharya। গানের লিরিক্স দিয়েছেন Jatileshwar Mukherjee। আশা করছি Bodhua Amar Chokhe Jol Eneche গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

Song : Bodhua Amar Chokhe Jol Eneche

Vocal, Music And Lyrics : Jatileshwar Mukherjee

Cover by : Srikanto Acharya

Bodhua Amar Chokhe Jol Eneche Song Lyrics 

বঁধুয়া আমার চোখে

জল এনেছে হায়, বিনা কারণে,

বধূয়া আমার চোখে

জল হেনেছে হায়, বিনা কারণে,

নীল আকাশ থেকে

একি বাজ হেনেছে হায়, বিনা কারণে

বঁধুয়া আমার চোখে

জল এনেছে হায়, বিনা কারণে।। 

দিনে দিনে মূল্য বিনে

সে যে আমায় নিল কিনে,

দিনে দিনে মূল্য বিনে

সে যে আমায় নিল কিনে,

এ মনে যতন করে বিফল প্রেমের

বীজ বুনেছে হায়,

এ মনে যতন করে বিফল প্রেমের

বীজ বুনেছে হায়, বিনা কারনে

নীল আকাশ থেকে 

একি বাজ হেনেছে হায়, বিনা কারণে। 

বঁধুয়া আমার চোখে

জল এনেছে হায়, বিনা কারণে।। 

 

আমি তো খুঁজি কারণ

মন আমায় করে বারণ,

বলে কেন এমন মরন বিনা কারণে। 

আমি তো খুঁজি কারণ

মন আমায় করে বারণ,

বলে কেন এমন মরন বিনা কারণে। 

আমি বাদী, আমি বিবাদী 

কোথাও উধাও অপরাধী,

আমি বাদী, আমি বিবাদী 

কোথাও উধাও অপরাধী,

কেনো সেই রুপের আলো 

বুকে জ্বেলে আছি বেঁচে হায়,

কেনো সেই রুপের আলো 

বুকে জ্বেলে আছি বেঁচে হায়, বিনা কারনে

নীল আকাশ থেকে 

একি বাজ হেনেছে হায়, বিনা কারণে। 

বধুয়া আমার চোখে

জল এনেছে হায়, বিনা কারণে,

বধূয়া আমার চোখে

জল এনেছে হায়, বিনা কারণে।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *