Bodhua Amar Chokhe Jol Eneche Bangla Song Lyrics By Jatileshwar Mukherjee.
Bodhua Amar Chokhe Jol Eneche Bangla Song Lyrics By Jatileshwar Mukherjee.
Song : Bodhua Amar Chokhe Jol Eneche
Vocal, Music And Lyrics : Jatileshwar Mukherjee
Cover by : Srikanto Acharya
Bodhua Amar Chokhe Jol Eneche Song Lyrics
বঁধুয়া আমার চোখে
জল এনেছে হায়, বিনা কারণে,
বধূয়া আমার চোখে
জল হেনেছে হায়, বিনা কারণে,
নীল আকাশ থেকে
একি বাজ হেনেছে হায়, বিনা কারণে
বঁধুয়া আমার চোখে
জল এনেছে হায়, বিনা কারণে।।
দিনে দিনে মূল্য বিনে
সে যে আমায় নিল কিনে,
দিনে দিনে মূল্য বিনে
সে যে আমায় নিল কিনে,
এ মনে যতন করে বিফল প্রেমের
বীজ বুনেছে হায়,
এ মনে যতন করে বিফল প্রেমের
বীজ বুনেছে হায়, বিনা কারনে
নীল আকাশ থেকে
একি বাজ হেনেছে হায়, বিনা কারণে।
বঁধুয়া আমার চোখে
জল এনেছে হায়, বিনা কারণে।।
আমি তো খুঁজি কারণ
মন আমায় করে বারণ,
বলে কেন এমন মরন বিনা কারণে।
আমি তো খুঁজি কারণ
মন আমায় করে বারণ,
বলে কেন এমন মরন বিনা কারণে।
আমি বাদী, আমি বিবাদী
কোথাও উধাও অপরাধী,
আমি বাদী, আমি বিবাদী
কোথাও উধাও অপরাধী,
কেনো সেই রুপের আলো
বুকে জ্বেলে আছি বেঁচে হায়,
কেনো সেই রুপের আলো
বুকে জ্বেলে আছি বেঁচে হায়, বিনা কারনে
নীল আকাশ থেকে
একি বাজ হেনেছে হায়, বিনা কারণে।
বধুয়া আমার চোখে
জল এনেছে হায়, বিনা কারণে,
বধূয়া আমার চোখে
জল এনেছে হায়, বিনা কারণে।।