Bodle Gechis Tui (বদলে গেছিস তুই) Bangla Lyrics By Gogon Sakib.
Song : Bodle Gechis Tui
Singer : Gogon Sakib
Lyric : Mamun Afnan Rumy
Tune : Gogon Sakib
Music : Anim Khan
Label : Gogon Sakib Official
Bodle Gechis Tui Bangla Lyrics
পারলাম নারে হতে আমি
তোর মনের মতো
ভালোবাসা দিলাম যতোই
দিলি ব্যথা ততো
পারলাম নারে হতে আমি
তোর মনের মতো
ভালোবাসা দিলাম যতোই
দিলি ব্যথা ততো
তোরে ভেবে মনটা রে
রোজ করে আহাজারি
সেও কি তোরে সুখে বাসায়
হয়েছও আজ জারি
বন্ধুরে তুই আগের মতো নাই
বদলে গেছিস এখন পুরো টাই
বন্ধুরে তুই আগের মতো নাই
বদলে গেছিস এখন পুরো টাই
তুই আর আমি দুইটি
দেহে একটা আত্মা ছিলাম
বলেছি যাবনা ছেড়ে
খোঁদার কসম দিলাম
তুই আর আমি দুইটি
দেহে একটা আত্মা ছিলাম
বলেছি যাবনা ছেড়ে
খোঁদার কসম দিলাম
কোন দোষে হারাইয়া গেলি
বলনা একটি বার
মৃতু আমার হলে তুই
আসিস দেখতে আবার
বন্ধুরে তুই আগের মতো নাই
বদলে গেসিস এখন পুরো টাই
বন্ধুরে তুই আগের মতো নাই
বদলে গেসিস এখন পুরো টাই
বদলে গেসিস এখন পুরো টাই।।