Bodnam (বদনাম) Bangla Lyrics By Abegi Zakir
Song : Bodnam
Vocal : Abegi Zakir
Lyrics :Abegi Zakir
Music : Ali Mustafa
Label : Sobar TV
Bodnam Bangla Lyrics
এই হৃদয়টারে দেখানো যেতো
তোর কারণে এই হৃদয়ে কতটা ক্ষত
এই হৃদয়টারে দেখানো যেতো
তোর কারণে এই হৃদয়ে কতটা ক্ষত
আমার রক্তশিড়া বুকে যে তোর নাম
তুই দিলি রে অবহেলা ঘৃণা আর বদনাম
হৃদয়টারে দেখানো যেতো
তোর কারণে এই হৃদয়ে কতটা ক্ষত
আমি যতটা বার তোরে ভেবে যাই
তুই না ভাবিস অনুভবে তোরে কাছে পাই
আমার রাত্রি জাগা প্রতিটি প্রহর
চেয়ে থাকে কল্পনাতে নিতে তোর খবর
আমার অনিদ্রা চোখ
আখড়ে ধরে ঘুম
তুই দিয়ে যাস সপ্ন ছোয়া
ঘুমভাঙায় নুপুর
হৃদয়টারে দেখানো যেতো
তোর কারণে এই হৃদয়ে কতটা ক্ষত
আমি যতটা বার
তোরে কাছে চাই
ততোটা তুই দূরে থাকিস
মনে কস্ট পাই
আমার ভালো লাগা প্রতিটি সময়
তুই বিহনে একলা জীবন লাগে বিষন্ময়
আমার সপ্ন সাজাই ইচ্ছেগুলো তুই
তুই না জানিস তোর কারণে কতটা পেয়েছি
হৃদয়টারে দেখানো যেতো
তোর কারণে এই হৃদয়ে কতটা ক্ষত
আমার রক্তশিড়া বুকে যে তোর নাম
তুই দিলি রে অবহেলা ঘৃণা আর বদনাম
এই হৃদয়টারে দেখানো যেতো
তোর কারণে এই হৃদয়ে কতটা ক্ষত
Bodnam Bangla Lyrics
Ei hridoy tare dekhano jeto
Tor karone ei hridoye kotota khoto
Ei hridoy tare dekhano jeto
Tor karone ei hridoye kotota khoto
Amar rokto shira buke je tor nam
Tui dili re obohela grina ar bodnam