Bohukal (বহুকাল) Bangla Lyrics By Ayon Chaklader.
Song : Bohukal
Singer : Ayon Chaklader
Lyrics and Tune : Tarun Munshi
Music : Ayon Chaklader
Script And Direction: Mizanur Rahman Aryan
DOP : Kamrul Islam Shubho
Edit And Color: Toufiqul Islam
Background Score : Marcell
Label : Central Music and Video [CMV]
Bohukal Bangla Lyrics
বহুকাল তারে আমি দেখি না
জানি না সে আছে কেমন ?
বহুকাল তার কথা শুনি না
আছে কি সে আগেরই মতন?
এসবের উত্তর চায় না অন্তর
তারে ভালোবেসে শুধু মরে ..
মন টা কেমন জানি করে।
চুপিচুপি কেটে গেছে কতো যে বছর
নিজের চেনা মানুষ হয়ে গেছে পর,
চুপিচুপি কেটে গেছে কতো যে বছর
নিজের চেনা মানুষ হয়ে গেছে পর,
কেন যে হৃদয় ভালোবাসে ..
এসবের উত্তর চায় না অন্তর
তারে ভালোবেসে শুধু মরে..
মন টা কেমন জানি করে।
জমে জমে দুঃখরা হয়েছে ক্ষত
আমিও রয়েছি সেই আগেরই মতো,
জমে জমে দুঃখরা হয়েছে ক্ষত
আমিও রয়েছি সেই আগেরই মতো,
কেন যে স্বপ্ন যায় ভেঙে ..
এসবের উত্তর চায় না অন্তর
তারে ভালোবেসে শুধু মরে ..
মন টা কেমন জানি করে।
বহুকাল তারে আমি দেখি না
জানি না সে আছে কেমন ?
বহুকাল তার কথা শুনি না
আছে কি সে আগেরই মতন?
এসবের উত্তর চায় না অন্তর
তারে ভালোবেসে শুধু মরে ..
মন টা কেমন জানি করে।