Bojha Hoilo Premo Shad(বোঝা হইলো প্রেমো স্বাদ) Bangla Lyrics By Akash Mahmud.
Song : Bojha Hoilo Premo Shad
Vocal : Akash Mahmud
Lyrics : Jakir Master
Music : Akash Mahmud
Label : Akash Dream Music
Bojha Hoilo Premo Shad Bangla Lyrics
তোমার বাহির দেইখা না বুঝিলাম
তোমার বাহির দেইখা না বুঝিলাম
ভিতরে-তে মরণ ফাঁদ
তোমার সাথে কইরা পিরিত..
তোমার সাথে কইরা পিরিত
বোঝা হইলো প্রেমো স্বাদ।
তোমার সাথে কইরা পিরিত.
আমি এতোদিনে বুঝলাম হাইরে
তোমার প্রেমে ছিলো খাদ।
তোমার সাথে কইরা পিরিত…
তোমার সাথে কইরা পিরিত
বোঝা হইলো প্রেমো স্বাদ।
তোমার সাথে কইরা পিরিত…
মুখে মধুর কইতা কথা,
অন্তরে বিষ ঢেকে।
আমায় পাগল কইরা নিলা,
প্রাণ-টা দেহ রেখে।
করলে যে কাম ওরে নিথর দেহ
অন্তরে দিলা আঘাত
তোমার সাথে কইরা পিরিত…
তোমার সাথে কইরা পিরিত
বোঝা হইলো প্রেমো স্বাদ।
তোমার সাথে কইরা পিরিত…।
পাশে থাইকা মন ভুলাইয়া
করলা রে ছলনা।
তোমার মনের এই জ্বালা কি
ছিলো না রে জানা।
তোমায় বিশ্বাস কইরা
সব হারাইলাম
কান্দি এখন দিন-ও রাত।
তোমার সাথে কইরা পিরিত…
তোমার সাথে কইরা পিরিত
বোঝা হইলো প্রেমো স্বাদ।
Bojha Hoilo Premo Shad Bangla Lyrics
Tomar Bahir Dhyka Na Bhujilam
Tomar Bahir Dhyka Na Bhujilam
Vitora-ta Moron Fad
Tomar Shata Koira Pirit…
Tomar Shata Koira Pirit
Bhoja Hoilo Pramar Shad.
Tomar Shata Koira Pirit…
Ami Atodina Bujlam Haira
Tomar Prame Chilo Khat.