Bojhena Mor Poran Pakhi (বোঝেনা মোর পরান পাখি) Bangla Lyrics By FA Sumon.
Song : Bojhena Mor Poran Pakhi
Singer : FA Sumon
Lyrics : S M Rofique
Tune : Singer Nasir
Music : FA Sumon
Label : FA Sumon Official
Bojhena Mor Poran Pakhi Bangla Lyrics
কেমন আছি এসে তো আর
নিলা না খবর
বন্ধু তোমার ও লাগিয়া
হইলাম সবার পর
কেমন আছি এসে তো আর
নিলা না খবর
বন্ধু তোমার ও লাগিয়া
হইলাম সবার পর
আমি ছারলাম বাড়িঘর
আমি হইলাম যাযাবর
আমি ছারলাম বাড়িঘর
আমি হইলাম যাযাবর
তোমার সুখে সুখি আমি
তোমার দুঃখে দুখী
তুমি ছাড়া বলো একা
কেমনে থাকি
তোমার সুখে সুখি আমি
তোমার দুঃখে দুখী
তুমি ছাড়া বলো একা
কেমনে থাকি
বোঝেনা মোর পরান পাখি
কাদে যে অন্তর
বোঝেনা মোর পরান পাখি
কাদে যে অন্তর
আমি ছারলাম বাড়িঘর
আমি হইলাম যাযাবর
আমি ছারলাম বাড়িঘর
আমি হইলাম যাযাবর
দিবানিশি ভালোবেসে
রইয়া পাশাপাশি
অনাবেশে ভিন্ন বেশে
করলা দোষের দোষী
দিবানিশি ভালোবেসে
রইয়া পাশাপাশি
অনাবেশে ভিন্ন বেশে
করলা দোষের দোষী
দেশে দেশে ঘুইরা আমি
হইলাম দেশান্তর
দেশে দেশে ঘুইরা আমি
হইলাম দেশান্তর
আমি ছারলাম বাড়িঘর
আমি হইলাম যাযাবর
আমি ছারলাম বাড়িঘর
আমি হইলাম যাযাবর