Boka Boka Ei Mon (বোকা বোকা এই মন) Bangla Lyrics By Anupam Roy.
Song : Boka Boka Ei Mon
Singer : Anupam Roy
Lyrics : Soumya Rit
Direction : Arjunn Dutta
DOP : Supratim Bhol
Editing : Sujay Datta Ray
Produced By : Kan Singh Sodha
Music Label : Times Music Bangla
Boka Boka Ei Mon Bangla Lyrics
বোকা বোকা এই মন
হারালো যে কখন,
আজ মন খারাপ ভীষণ, অসময়।
স্বপ্নেরা এক ঝাঁক
বিকেলে ঘরে ফিরে যাক,
যত্নেরা ফিরে পাক আজ তোমায়।
আবার হারালে
দু পা বাড়ালে কোথায় ..
সবই ফেরে শুধু ফেরে না যে সময়।।
যেমন ভুলে গেছো নিজেকে
ভুলে গেছো বাড়ি কোন দিকে,
চেনা রং ও লাগছে ফিকে, কি যে নেই।
উড়োজাহাজ সব ভ্রান্তিরা
খুঁজে পাবে আজ শান্তিরা,
ঘুম খুঁজে পাবে রাত্রিরা নিজেই।
দু পা বাড়ালে,
আবার হারালে, কোথায়,
সবই ফেরে শুধু ফেরে না যে সময়।
বোকা বোকা এই মন
হারালো যে কখন,
আজ মন খারাপ ভীষণ, অসময়।
যতই যেতে চাক দুচোখ যেদিকে
ভালোবাসো তুমি আবার নিজেকে,
ভালোবাসো তুমি আবার নিজেকে।।