Bol Khuji Toke Ar Kise(বল খুজি তোরে আর কিসে) Bangla Lyrics By Jeet Ganguly.

 

Bol Khuji Toke Ar Kise(বল খুজি তোরে আর কিসে) Bangla Lyrics By Jeet Ganguly. 

Song : Bol Khuji Toke Ar Kise

Vocal : Jeet Ganguly 

Lyrics : Prasen

Movie : Paglu

Bol Khuji Toke Ar Kise Bangla Lyrics

বল খুঁজি তোকে আর কিসে

তুই জলে বাতাসে মিশে

জানে মন তুই জীবন

জানে মন তুই জীবন

ভীড় এড়িয়ে আয় দেখা দে

সামনে এসে তুই দেখা দে

তুই বিনা আর এ মন পারে না

ডিন রাত্রি তাই বুনেছে আশা

সে সরিয়ে সব কুয়াশা

মন জমিতে প্রেম সামিয়ানা

জানে মন তুই জীবন

জানে মন তুই জীবন

বল খুঁজি তোকে আর কিসে

তুই জলে বাতাসে মিশে

জানে মন তুই জীবন

জানে মন তুই জীবন

কতো কি বলতে বাকি

কতোটা চলতে বাকি

তোর চোখের চাউনিতে

বুক কতোটা গলতে বাকি

কতো কি বলতে বাকি

কতোটা চলতে বাকি

তোর চোখের চাউনিতে

বুক কতোটা গলতে বাকি

তোকে পেতে সব হারাতে

যাবো নিলছে নির্বাসন

তোকে পেতে সব হারাতে

যাবো নিলছে নির্বাসন

জানে মন তুই জীবন

জানে মন তুই জীবন

চলে আয় চুপটি করে

ভেসে যায় প্রেম সাগরে

চল কুড়োয় মুক্তো ঝিনুক

দুজনে আলতো করে

তোর কানে মন বাগানে

ফুল ফুটবে আজীবন

তোর কানে মন বাগানে

ফুল ফুটবে আজীবন

জানে মন তুই জীবন

জানে মন তুই জীবন

বল খুঁজি তোকে আর কিসে

তুই জলে বাতাসে মিশে

জানে মন তুই জীবন

জানে মন তুই জীবন

জানে মন তুই জীবন

জানে মন তুই জীবন

Bol Khuji Toke ar Kise Bangla Lyrics 

bol khuji tore ar kise

Tui jole batase mishe

Jane mon tui jibon 

Jane mon tui jibon 

Vir eriye ay dekha de

Samne ese tui dekha de 

Tui bina r ei mon pare na

Din ratri tai bunece asa

Se soriye sob kuyasha.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *