Bolbo Na Go Ar Kono din Bangla Lyrics Sukumar Baul
Bolbo Na Go Ar Kono din(বলবোনা গো আর কোনো দিন) Bangla Lyrics Sukumar Baul
Song : Bolbo Na Go Ar Kono din
Vocal : Baul Sukumar
Lyrics : Baul Sukumar
Bolbo Na Go Ar Kono din Bangla Lyrics
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।…..
বলে ছিলে গো, ভালবাসি গো
আজ কেন গো এমন হলো?
এমন হলো…..
বলে ছিলে গো, ভালবাসি গো
আজ কেন গো এমন হলো?
এমন হলো..
এমন হলো..
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।
ভালবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ।
ভালবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ।
কেন প্রতিবাদ..
কেন প্রতিবাদ…..
বলবোনা গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।
ভালবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে জ্বলে বারো মাস।
ভালবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গো দেহে জ্বলে বারো মাস।
বাউলের অন্তরে, বাউলের অন্তরে
বোলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।
বোলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।
বোলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে।