Bolo Amay Kokhono Chere Jabena( বলো আমায় কখনো ছেড়ে যাবেনা) Bangla Lyrics By Mahtim Sakib
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
Song : Bolo Amay Kokhono Chere Jabena
Vocal : Mahtim Sakib
Lyric: Mehedi Hasan Limon
Music : MMP Rony
Tune : Asif Shahriar
Label : Max Bag Entertainment
Bolo Amay Kokhono Chere Jabena Bangla Lyrics
বলো আমায় কখনো ছেড়ে যাবেনা
এই হাত দুটি আলাদা করে দেবেনা,
বলো আমায় কখনো ছেড়ে যাবেনা
এই হাত দুটি আলাদা করে দেবেনা।
না না আমি কোনো কিছু চাই না
তুমি হলে আমার আর কিছু লাগেনা।
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না
আমি তোমায় ছাড়া ভাবতে পারি না,
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না
আমি তোমায় ছাড়া থাকতে পারি না।
একটু কাছে পাবার আশায়
ধরি কত শত বাহানা
দিন কি রাঁত আমার তুমি ছাড়া
এক মুহুত্ কাটেনা।
একটু কাছে পাবার আশায়
ধরি কত শত বাহানা
দিন কি রাঁত আমার তুমি ছাড়া
এক মুহুত্ কাটেনা।
কোন কিছুই একা আর ভালো লাগে না
মনে মনে তুমি আর কেউ থাকে না
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না
আমি তোমায় ছাড়া ভাবতে পারি না,
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না
আমি তোমায় ছাড়া থাকতে পারি না।
মনরে কেমন সারাটি খন
ভাবে তোমায় আনমনে
পাবে জীবন যতটা সময়
আগলে রবো যতনে।
মনরে কেমন সারাটি খন
ভাবে তোমায় আনমনে
পাবে জীবন যতটা সময়
আগলে রবো যতনে
না না আমি কোনো কিছু চাই না
তুমি হলে আমার আর কিছু লাগেনা।
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না
আমি তোমায় ছাড়া ভাবতে পারি না,
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না
আমি তোমায় ছাড়া থাকতে পারি না।
Bolo Amay Kokhono Chere Jabena Bangla Lyrics
Bolo amay kokhono chere jabe na
Ei hat duti alada kore debe na
Bolo amay kokhono chere jabe na
Ei hat duti alada kore debe na
Na na ami kono kichu cai na
Tumi hole amar ar kichu lage na
Ami tomay chara ar kichu bujhi na
Ami tomay chara vabte pari na
Ami tomay chara ar kichu bujhi na
Ami tomay chara vabte pari na