Bolod Beicha Bondhu Mobile Kinache Bangla Lyrics By Sultana Yeasmin Laila.
Bolod Beicha Bondhu Mobile Kinache Bangla Lyrics By Sultana Yeasmin Laila.
Song : Bolod Beicha Bondhu Mobile Kinnache ( বলদ বেইচা মোবাইল কিন্নাছে )
Singer : Sultana Yeasmin Laila .
Lyricist : Proshenjit Mondal .
Tune & Music : Yeasin Hossain Neru .
Dop : Hasan Jewel .
Cast :Siam Mridha , Pronome & others .
Choreographer : Rohan Billal.
Edit : Sajibujjaman Dipu .
Color : Ashiquzzaman Apu .
Publicity Design : Munna mmvfx .
Bolod Beicha Bondhu Mobile Kinache Lyrics in Bengali
বলদ বেইচা বন্ধু দুইটা মোবাইল কিন্নাছে
একটা মোবাইল বন্ধু আমার আমারে দিছে
বলদ বেইচা বন্ধু দুইটা মোবাইল কিন্নাছে
একটা মোবাইল বন্ধু আমার আমারে দিছে
পাড়ার যত চেংরা পোলা দেয় এখন মিসকল
রাইত বিরাইতে মেসেঞ্জারে দেয় আমারে ভিডিও কল
বন্ধু নাকি খাল কাটিয়া কুমির আইন্নাছে হায়
আমায় নিয়া বন্ধু এখন বিপদে আছে
আমায় নিয়া বন্ধু এখন বিপদে আছে
আমায় নিয়া বন্ধু এখন বিপদে আছে
বন্ধু আমায় ইমু কলে দেখতে শুধু চায়
কল করিলে আমারে শুধু লাইনে ভিজি পায়
বন্ধু আমায় ইমু কলে দেখতে শুধু চায়
কল করিলে আমারে শুধু লাইনে ভিজি পায়
সবাই বলে বন্ধু পায়ে কুড়াল মাইরাছে
আরে সবাই বলে বন্ধু পায়ে কুড়াল মাইরাছে
আমায় নিয়া বন্ধু এখন বিপদে আছে
আমায় নিয়া বন্ধু এখন বিপদে আছে
আমায় নিয়া বন্ধু এখন বিপদে আছে
ফেইসবুক আর টিকটকের অই ব্যস্ত দিনে রাত
এই দেখিয়া সোনা বন্ধুর পরছে মাথায় হাত
ফেইসবুক আর টিকটকের অই ব্যস্ত দিনে রাত
এই দেখিয়া সোনা বন্ধুর পরছে মাথায় হাত
দিনে দিনে অনলাইনের কদর বারতাছে
আরে দিনে দিনে অনলাইনের কদর বারতাছে
আমায় নিয়া বন্ধু এখন বিপদে আছে
আমায় নিয়া বন্ধু এখন বিপদে আছে
আমায় নিয়া বন্ধু এখন বিপদে আছে