Bondhu Amar Prem Ujala(বন্ধু আমার প্রেম উজালা) Bangla Lyrics By Akash Mahmud.
Song : Bondhu Amar Prem Ujala
Vocal : Akash Mahmud
Lyrics : Jahangir Rana
Tune : Traditional
Label : Sirajganj Moja TV
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
Bondhu Amar Prem Ujala Bangla Lyrics
বন্ধু আমার প্রেম উজালা
ও তার মনটা বড় ভোলা ভালারে
তারে আমি দিলাম আমার
হৃদয় ফুলের মালা রে
তারে আমি দিলাম আমার
হৃদয় ফুলের মালা রে।
বন্ধুর বাড়ির ফুল বাগানে
আমরা কইতাম কথা ফুলের সনে রে
প্রেমও রসে কানায় কানায়
ভরতো নদী নালা রে
প্রেমও রসে কানায় কানায়
ভরতো নদী নালা রে।
বন্ধুর মুখের মিষ্টি হাসি
তারে আমি বড় ভালবাসি রে
কুলবিনাশি হাসি আমায়
করিল উতলা রে
কুলবিনাশি হাসি আমায়
করিল উতলা রে
দিন কাটেনা রাত কাটেনা
বন্ধু থাকলে দুরে মন বোঝেনা রে
জাহাঙ্গীর রানা কয়
প্রেমে পরলে মরন জালা রে
জাহাঙ্গীর রানা কয়
প্রেমে পরলে মরন জালা রে
বন্ধু আমার প্রেম উজালা
ও তার মনটা বড় ভোলা ভালারে
তারে আমি দিলাম আমার
হৃদয় ফুলের মালা রে
তারে আমি দিলাম আমার
হৃদয় ফুলের মালা রে।।
Bondhu Amar Prem Ujala Bangla Lyrics
Bondhu amar prem ujala
O tar monta boro vola vala re
Tare ami dilam amar
Hridoy fuler mala re
Bondhur barir ful bagane
Amra koitam kotha fuler sone
Prem o rose kanay kanay
Vorto nodi nala re.