Bondhu Tumi Chila Apon (বন্ধু তুমি ছিলা আপন) Bangla Lyrics By Atif Ahmed Niloy.
Song : Bondhu Tumi Chila Apon
Singer : Atif Ahmed Niloy
Lyrics : Nasrin
Music : Anim Khan
Label : Kamrul Media
Bondhu Tumi Chila Apon Bangla Lyrics
বন্ধু তুমি ছিলা আপন
এখন হইলা তুমি পর
অন্যের সাথে সাজাইলা ঘর
ভাইঙ্গা এই অন্তর
বন্ধু তুমি ছিলা আপন
এখন হইলা তুমি পর
অন্যের সাথে সাজাইলা ঘর
ভাইঙ্গা এই অন্তর
আমায় কইরা পর রে বন্ধু
আমায় কইরা পর
দুই চোখেতে দিলা তুমি
শ্রাবণেরই ঝড়
আমায় কইরা পর রে বন্ধু
আমায় কইরা পর
দুই চোখেতে দিলা তুমি
শ্রাবণেরই ঝড়
বন্ধু তুমি ছিলা আপন
এখন হইলা তুমি পর
অন্যের সাথে সাজাইলা ঘর
ভাইঙ্গা এই অন্তর
অশ্রু ঝরে দুই নয়নে
দুঃখ পুষি মনে
সয়না ব্যাথা এই পড়ানে
তোমায় ভালোবেসে
অশ্রু ঝরে দুই নয়নে
দুঃখ পুষি মনে
সয়না ব্যাথা এই পড়ানে
তোমায় ভালোবেসে
বুক ফেটে যায় বোবা কান্নায়
অন্যের সাথে বাধলি ঘর
আমায় কইরা পর রে বন্ধু
আমায় কইরা পর
দুই চোখেতে দিলা তুমি
শ্রাবণেরই ঝড়
আমায় কইরা পর রে বন্ধু
আমায় কইরা পর
দুই চোখেতে দিলা তুমি
শ্রাবণেরই ঝড়
বন্ধু তুমি ছিলা আপন
এখন হইলা তুমি পর
অন্যের সাথে সাজাইলা ঘর
ভাইঙ্গা এই অন্তর
তোমার কথা ভাবলে আমার
চোখে আসে জল
ভালোবাসা দিলানা তো
দিয়া গেলা ছল
তোমার কথা ভাবলে আমার
চোখে আসে জল
ভালোবাসা দিলানা তো
দিয়া গেলা ছল
বুক ফেটে যায় বোবা কান্নায়
অন্যের সাথে বাধলি ঘর
আমায় কইরা পর রে বন্ধু
আমায় কইরা পর
দুই চোখেতে দিলা তুমি
শ্রাবণেরই ঝড়
বন্ধু তুমি ছিলা আপন
এখন হইলা তুমি পর
অন্যের সাথে সাজাইলা ঘর
ভাইঙ্গা এই অন্তর।।