Bondhu Tumi Kon Dure( বন্ধু তুমি কোন দূরে) Bangla Lyrics By Samz Vai
Song : Bondhu Tumi Kon Dure
Vocal : Samz Vai
Lyrics : Dewan Lalan Ahmed Bappy
Tune : Samz Vai
Music : Ankur Mahamud
Label : Eagle Music
Bondhu Tumi Kon Dure Bangla Lyrics
কি জাদু করেছো তুমি আমারে
মন জুরাইনা না দেখিলে তোমারে
আশায় থাকি বন্ধু তুমি কোন দূরে
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে
নদীর পানিতি ডুইবা থাকি
বন্ধুরে পরাণ দিয়া ডাকি
যাও নদী আমার ছোয়া পানি
দিয়ো বন্ধুর অন্তরে
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে
ও বন্ধুরে খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে
বন্ধু বিনে বর্ষা ছাড়াই, ভাসি কষ্টে বানে
পরাণ ছোয়া বাতাস দিলাম
ছুয়ো বন্ধুর পরাণে
বুকের বেদন এমন বুকে পাইতাম ওরে
বুকের বেদন এমন বুকে পাইতাম ওরে
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে
ও বন্ধুরে খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে
বন্ধু আমার সুখের ভাবনা, বুকের শান্তি
এক নজর দেখলে ফুড়াই সব ক্লান্তি
বন্ধু আমার একফালি চাঁদ ভাঙ্গা কুরেঘরে
বন্ধু আমার একফালি চাঁদ ভাঙ্গা কুরেঘরে
খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে
ও বন্ধুরে খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।।
Bondhu Tumi Kon Dure Bangla Lyrics
Ki jadu korecho tumi amare
Mon juraiya na dekhile tomare
Asay thaki bandhu tumi kon dure
Khuje berai tomar moner bandare
Nadir paniti duiba thaki
Bandhure poran diya daki
Jao nodi amar choya pani
Diyo bandhur antore
khuje berai tomay moner bandare