Bondhuyar Pirite Koto Jala(বন্ধুয়ার পিরিতের কত জ্বালা) Bangla Lyrics By Gamcha Palash

Bondhuyar Pirite Koto Jala(বন্ধুয়ার পিরিতের কত জ্বালা) Bangla Lyrics By Gamcha Palash

Song : Bondhuyar Pirite Koto Jala

Vocal : Gamcha Palash

Lyrics : Malek Sarkar

Tune : Malek Sarkar 

 

Bondhuyar Pirite Koto Jala Bangla Lyrics 

তোমরা আমায় কি বুঝাইবা

আমি পুইড়া হইছি কয়লা

তোমরা আমায় কি বুঝাইবা

আমার অন্তর পুঁইড়া কয়লা

আমি জানি গো

বন্ধুয়ার পিরিতের কত জ্বালা

তোমরা আমায় কি বুঝাইবা

আমি পুইড়া হইছি কয়লা

তোমরা আমায় কি বুঝাইবা

আমার অন্তর পুঁইড়া কয়লা

আমি জানি গো

বন্ধুয়ার পিরিতে কত জ্বালা

আমি জানি গো

বন্ধুয়ার পিরিতে কত জ্বালা….

এই জগতে প্রেম করিয়া

কে রইয়াছে ভালা

সইগো কে রইয়াছে ভালা

এই জগতে প্রেম করিয়া

কে রইয়াছে ভালা

সইগো কে রইয়াছে ভালা

উপর উপর দেখতে ভালা

আমার অন্তর পুঁইড়া কয়লা

আমি জানি গো

বন্ধুয়ার পিরিতে কত জ্বালা

আমি জানি গো

বন্ধুয়ার পিরিতে কত জ্বালা…

যুগের পর যুগ রইলাম আমি

গেথে নামের মালা, 

সইগো গেথে নামের মালা, 

যুগের পর যুগ রইলাম আমি

গেথে নামের মালা, 

সইগো গেথে নামের মালা, 

নেয়না মালা দেয়না গলায়

করে ছলাকলা

নেয়না মালা দেয়না গলায়

করে ছলাকলা

আমি জানি গো

বন্ধুয়ার পিরিতে কত জ্বালা…

আমি জানি গো

বন্ধুয়ার পিরিতে কত জ্বালা…

দুঃখের পরে সুখ আসে 

 জ্বালার পরে ভালা

সইগো জ্বালার পরে ভালা

দুঃখের পরে সুখ আসে  

জ্বালার পরে ভালা

সইগো জ্বালার পরে ভালা,

 

মালেকে কয় আসবেন কবে

আমার বন্ধু চিকন কালা

মালেকে কয় আসবেন কবে

বন্ধু চিকন কালা

আমি জানি গো

বন্ধুয়ার পিরিতে কত জ্বালা,

তোমরা আমায় কি বুঝাইবা

আমি পুঁইড়া হইছি কয়লা

তোমরা আমায় কি বুঝাইবা

আমার অন্তর পুঁইড়া কয়লা

আমি জানি গো

বন্ধুয়ার পিরিতে কত জ্বালা

আমি জানি গো

বন্ধুয়ার পিরিতে কত জ্বালা….

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *